How to reduce dandruff and hair fall home remedies : শীতকাল পড়তেই যেমন ত্বকের নানা সমস্যা বাড়ে, আবার চুলেও সমস্যা দেখা দেয়। চুল এই সময়ে খুবই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে …. এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ এতোটাই কমে যায় স্ক্যাল্প রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। ফলে কম বেশি সবার মাথাতেই খুশকির সমস্যা শুরু হয়। তাই ঘরোয়া টোটকা ব্যবহার করে চিরতরে খুশকি মুক্ত হোন…..
১/ চুলে যত্নে যেভাবে নারকেল তেল ও লেবুর রস ব্যবহার করবেন- নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে ব্যবহার করলে আপনি চুল পড়া, খুশকি, সমস্যা থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন। ১ চামচ লেবুর রসের সঙ্গে ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। স্ক্যাল্পে লেবুর রস ও নারকেল তেল লাগানোর পর ভাল করে মালিশ করুন। ১ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগিয়ে নিন।
২/ নিমের মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ড্যানড্রফ সারিয়ে তোলে। এর অ্যান্টি ফাঙ্গাল উপাদানও স্ক্যাল্প ভালো রাখে। ১০ টা নিম পাতা নিন। একটি পাত্রে ৪ টেবিল চামচ নারকেল তেল নিন। গ্রাইন্ডারে নিম পাতা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
৩/ মেথি: ২-৩ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেওয়া জল ফেলে দেবেন না। এবার তার মধ্যে ২ চামচ পাতি লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ভালভাবে মালিশ করুন। মিনিট পাঁচেক চুলের গোড়ায় ভালভাবে মালিশ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত ২ বার এই ভাবে ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।
আরোও পড়ুন,
How To Take Care Of Hair At Home : চুলের যত্ন নিতে সেরা ৫ টি টিপস্ ফলো করুন
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
Leave a Comment