এই গরমে আমাদের একটি সমস্যা আর সেটা হল ব্রনর সমস্যা,, কাজকর্মে আমাদের বাইরে যেতে হয় আর এই গরমে ত্বকের ওপর খুবই ইফেক্ট পরে ,নানান কারণে তৈরি হয় মুখে ব্রণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজে আপনি কীভাবে দূর করতে পারবেন,,
কীভাবে ব্রণ সারাবেন বা কীভাবে রাতারাতি ব্রণ সারাবেন, এ সব উপাদানের সঙ্গে আপনারা খুব ভালোমতোই পরিচিত, কারণ এ সব উপাদান রয়েছে আপনার বাড়িতে বা রান্নাঘরে….
কোথাও বেড়াতে যাবেন, কিংবা কোনও অনুষ্ঠান আছে, হঠাৎ দেখলেন মুখে ব্রণ (Acne)। সেক্ষেত্রে কি করবেন দেখুন –
* অ্যালোভেরা জেল (Aloe Vera Gel)
ত্বকের যত্নে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হল অ্যালোভেরা। এটি শুধু ত্বককে কোমল করে না, ব্রণতেও কাজ করে। তাজা অ্যালোভেরা জেল লাগালে তা রাতারাতি দূর হয়ে যাবে।
* টি ট্রি ওয়েল (Tea Tree Oil)
টি ট্রি ওয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়। সামান্য নারকেল তেলের সঙ্গে দু’ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন। এবার ব্রণের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে, তারপর হালকা ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
*নিম তেল
নিম ব্যাকটেরিয়া নাশ করে, পাশাপাশি দাগছোপ, ছত্রাক সংক্রমণ/treating fungal infections সারিয়ে তোলে। ব্রণ কমাতে স্পট ট্রিটমেন্ট হিসেবে নিম তেল ব্যবহার করুন , এই তেল আধঘণ্টা রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ শুকিয়ে যাবে, ব্যাকটেরিয়াও নষ্ট হবে, আর নিম তেলের কারণে সারা মুখে ব্রণ ছড়াবে না।
*অ্যালো ভেরা ও পাকা পেঁপে চটকে নিন (এক কাপের মতো)।
মিশ্রণটি মুখ-সহ গোটা শরীরে লাগান। ২০-২৫ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বক আর্দ্র করে, সুস্থ রাখা থেকে শুরু করে ত্বক থেকে বাড়তি তেল শুষে নেওয়া পর্যন্ত এমন কিছু নেই যা অ্যালো ভেরা করতে পারে না! অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ অ্যালো ভেরা জেল ব্রণ সারাতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।।
Read More,
How To Stop Pimples Coming On Face
Tags – Pimples, Skin Tips, Skin Care
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment