গরমে ত্বক ও শরীরের মধ্যে প্রথম যে সমস্যা দেখা দেয় সেটি হলো স্কিন ট্যানিং,,, এটি খুব সাধারণ সমস্যা। আমরা কম-বেশি সকলেই এই সমস্যার শিকার। এদিকে সামনেই কিনতু পয়লা বৈশাখ,, তার আগে চকচকে ত্বক চাই সকলেরই। তাই আপনাদের সুবিধার্থে আজ আমরা আপনার ট্যান দূর করার জন্য কিছু ঘরোয়া সমাধান নিয়ে এসেছি।
শুধু যে আমাদের সূর্যালোকের রশ্মি ত্বকের ক্ষতি করে তা নয়,, আমাদের শরীরের অন্যান্য অংশেও ট্যান পড়ে, বিশেষত হাতে (Hands Care)। সবসময় ফুলহাতা জামা পরে রাস্তায় বের হওয়া সম্ভব নয়। এতেই হাতে ট্যান (Remove tan from hands) পড়ে যায়। হাত থেকে ট্যান না তুললে তা দেখতেও বিশ্রী লাগে। কালো দাগ হয়ে যায়। একই জিনিস ঘটে পায়ের ক্ষেত্রেও। হাত এবং পা থেকে ট্যান তোলার জন্যও আপনি ঘরোয়া প্রতিকারের (Home Remedies) সাহায্য নিতে পারেন।
কীভাবে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাবেন
ব্যাসন
বেসন দিয়েও ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য বেসন, হলুদ, লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও ত্বকে লাগান। এখন এটি প্রায় ২৫ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিন। সবশেষে ইষদুষ্ণ গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
মধু
আমরা সবাই জানি যে মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। একটি পাত্রে মধু এবং দই মিশিয়ে মুখে এবং ত্বকে প্রায় ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। সবশেষে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টমেটো
জানেন কি টমেটোর সাহায্যে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য, আপনি টমেটো ম্যাশ করুন এবং এই পেস্টটি মুখ এবং শরীরের ট্যান পরা অংশে ১৫ মিনিটের জন্য লাগান এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। আমি এটি ফোলো করি।।
লেবুর রস ও মধু
লেবুর রস সূর্যের ট্যান দূর করতে সাহায্য করে। অন্যদিকে, মধু প্রাকৃতিক বডি লোশন হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস হওয়ায় এটি আপনার ত্বককে UV রশ্মির কারণে হওয়া যেকোনও ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। ট্যানিং দূর করতে একটি লেবুর রসে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার হাতে ঘষুন এবং প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
শসার রস
শসা ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে এবং যেকোনও জ্বালা-পোড়ার ওপর শীতল প্রভাব ফেলে। আপনার হাতের ট্যান দূর করার ক্ষেত্রে এটি খুব কার্যকর। এর জন্য প্রথমে একটি খোসা ছাড়ানো শসা গ্রেট করে এর রস বের করে নিন। এবার একটি তুলোর বল ব্যবহার করে রসে ভিজিয়ে রাখুন। এটি শুকানোর জন্য অপেক্ষা করুন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আলুর রস
আলু আপনার ডার্ক সার্কেলগুলিতে বিস্ময়কর কাজ করে। এর পাশাপাশি এটি আপনার ত্বকের ট্যান তোলার জন্যও একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার। এটি প্রয়োগ করতে, কিছু আলু গ্রেট করে এর রস বের করুন। এই রস আপনার হাতে লাগান এবং কয়েক মিনিটের জন্য শুকাতে দিন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগান।
দুধ: কোনও ফেসওয়াশ নয়, শুধুমাত্র দুধের ব্যবহারেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল৷ একটি বাটিতে অল্প কাঁচা দুধ নিন৷ তুলো দিয়ে ভাল করে গোটা মুখে মাখুন৷ ১০মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷
Tags – Skin Care, Remove Sun Tan
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
काली पूजा के बीतने का मतलब है कि छठ पूजा आ रही है...चार दिवसीय छठ…
Leave a Comment