Categories: Skin Care

How to use hyaluronic acid – হায়ালুরনিক অ্যাসিড’ ফর স্কিন

Spread the love

How to use hyaluronic acid: হায়ালুরনিক অ্যাসিড’ ফর স্কিন


হায়ালুরনিক অ্যাসিড’ ত্বকের যত্নে খুব উপকারী,,আর্দ্রতা বাড়ানো থেকে শুরু করে সূক্ষ্ম রেখা আর বলিরেখা দূরে রাখার ক্ষমতার ফলে গত কয়েকবছরে হ্যালুরনিক অ্যাসিড দারুণ জনপ্রিয় এটি নিয়মিত ব্যবহার করলে অসম্ভব শুষ্ক ত্বকেও আর্দ্রতার সঞ্চার হয়। এটি আপনাকে দেবে আর্দ্রতায় ভরপুর সজীব স্নিগ্ধ ত্বক যা আগে কখনও কোনো প্রোডাক্ট এর থেকে পাননি – বর্তমানে ট্রেন্ড করছে ‘হায়ালুরনিক অ্যাসিড’। তাই আজকে আমরা কথা বলবো,  হায়ালুরনিক অ্যাসিড নিয়ে….. আগে জেনে নেই –


How to use hyaluronic acid Serum


হায়ালুরনিক অ্যাসিড কী?

হায়ালুরনিক অ্যাসিড হচ্ছে সুগার মলিকিউল, যা আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং আমাদের ত্বককে হাইড্রেটেড, ময়েশ্চারাইজড এবং প্লাম্পি রাখতে সাহায্য করে।


কেন হায়ালুরনিক অ্যাসিড ব্যবহার করব?

আমাদের ত্বকের টেকশ্চার এবং সফটনেস নির্ভর করে আমাদের ত্বকের আর্দ্রতার ওপর। ধীরে ধীরে আমাদের ত্বকের মধ্যে থাকা হায়ালুরনিক অ্যাসিড কমতে থাকে। আর ত্বকে হায়ালুরনিক অ্যাসিড কমতে থাকা মানে ত্বকে জলের পরিমাণ অর্থাৎ আর্দ্রতা কমে যাওয়া। তখন ত্বক শুষ্ক হতে থাকে। যার ফলে চোখের নিচে ভাঁজ, ফাইন লাইনস ও রিংকেল এর মতো সমস্যা দেখা দেয়।  তাই ত্বককে সতেজ এবং হেলদি রাখতে হায়ালুরনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়ে থাকে।ত্বকে হাইড্রেশন সরবরাহ করে ত্বককে সুন্দর ও হাইড্রেটেড রাখাই হায়ালুরনিক অ্যাসিডের কাজ।


How to use hyaluronic acid gel


hyaluronic acid gel for oily skin


কোন ধরনের ত্বকের জন্য উপযোগী?

রুক্ষ ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড বেশ কার্যকর।। রুক্ষ হয়ে যাওয়া নিস্তেজ ত্বককে পুনরায় সজীব করে তুলতে এর অবদান অনেক। এটি নিস্তেজ হয়ে যাওয়া সেলগুলোকে পুনরায় সতেজ করে এবং একই সাথে উজ্জীবিত করে। 

হায়ালুরনিক অ্যাসিডের উপকারিতা

১। হাইড্রেশনে সাহায্য কর

এই উপাদানটি আমাদের ত্বকে প্রবেশ করে ত্বকের সেলগুলোকে হাইড্রেটেড করে। ত্বকের প্রতিটি স্তরে গিয়ে সেলগুলোকে পুনরায় আর্দ্রতা দিয়ে থাকে এবং ত্বকে গ্লোয়িং লুক ফিরিয়ে আনতে সাহায্য করে। 


hyaluronic acid benefits For Skin


২। ময়েশ্চারাইজড করে

‘শুষ্কভাব’ আমাদের ত্বককে বেশি ক্ষতি করে এবং ত্বকের ব্যারিয়ার নষ্ট করে দেয়। হায়ালুরনিক এসিড আমাদের ত্বকের ব্যারিয়ারকে করে শক্তিশালী। 

৩। কোলাজেন প্রোডাকশন বুস্ট করে

ত্বকের কোলাজেন ধরে রাখতে সহায়তা করে হায়ালুরনিক অ্যাসিড। এর কাজই হচ্ছে কোলাজেন প্রোডাকশন বুস্ট করা। 


৪। ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে

ত্বকের বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে হায়ালুরনিক অ্যাসিড থাকে। এটি ব্যবহারে যেহেতু ত্বকের ব্যারিয়ার স্ট্রং হয় সেহেতু ত্বকের জন্য ক্ষতিকারক উপাদান থেকে ত্বককে ভালো রাখে। 

৫।হায়ালুরনিক অ্যাসিড যদিও নতুন সেল গঠন করে না কিন্তু পুরাতন সেলকে হায়ালুরনিক অ্যাসিড উজ্জীবিত করতে সাহায্য করে। 


৬। ত্বককে হাইড্রেটেড রাখে, উজ্জ্বল করে: অনেকেই শুষ্ক এবং খসখসে ত্বকের সমস্যায় ভোগেন। তাঁদের জন্য এটা অব্যর্থ। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের বাইরের স্তরকে তাৎক্ষণিক ভাবে হাইড্রেটেড করে। 


৭। সব ধরনের ত্বকে: হায়ালুরোনিক অ্যাসিড নিঃসন্দেহে ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার। এটি অতিরিক্ত আর্দ্রতা ধরে রাখতে পারে। প্রায় সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। 


৮। ময়েশ্চারাইজার হিসেবে:পরিষ্কার, এক্সফোলিয়েটিং এবং সিরাম লাগানোর পর দিনে দুবার ময়েশ্চারাইজারের সঙ্গে হায়ালুরোনিক অ্যাসিড মিশিয়ে ত্বকে লাগাতে হবে। 


৯। সিরামের জন্য: মুখ পরিষ্কার করার পর ভেজা ত্বকে কয়েক ফোঁটা হায়ালুরোনিক অ্যাসিড সিরাম লাগাতে হবে। মনে রাখতে হবে, শুকনো অবস্থায় নয়। ত্বক যেন সামান্য ভেজা থাকে। 


১০।  রিংকেল এবং ফাইনলাইনস কমাতে সাহায্য করে।।ত্বকের জন্য প্রয়োজনীয় হাইড্রেশন ব্যালেন্স করে ত্বকের ভাঁজ এবং ফাইনলাইনস স্মুদ করতে সাহায্য করে হায়ালুরনিক এসিড। 


hyaluronic acid উপকারীতা কি


hyaluronic acid gel for dry skin

হ্যালুরনিক অ্যাসিড দিয়ে তৈরি স্কিনকেয়ার প্রডাক্ট – 


১. পন্ড’স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালুরনিক অ্যাসিড+ভিটামিন ই

ত্বকে উজ্জ্বলতা চান তা হলে এক্ষুনি পন্ড’স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালুরনিক অ্যাসিড+ভিটামিন ই/ Pond’s Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E মেখে দেখুন। 

২. সিম্পল বুস্টার সিরাম – Hyaluronic Acid + B5 For Deep Hydration সিরামটি আমাদের ব্যক্তিগতভাবে প্রিয় কারণ এটি ত্বকে গভীর থেকে আর্দ্রতা জোগায়। ত্বক স্নিগ্ধ শীতল রাখে এবং ত্বকের স্বাভাবিক ময়শ্চারাইজিং ফ্যাক্টর বাড়িয়ে তোলে।

৩. ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো টিন্টেড ময়শ্চারাইজার

মেকআপ ছাড়াই নিখুঁত পরিপাটি হয়ে উঠতে আপনার ত্বকের দরকার ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো টিন্টেড ময়শ্চারাইজার/ , Lakmé Absolute Hydra Pro Tinted Moisturiser । এই টিন্টেড ময়শ্চারাইজারটি আপনার ত্বকে হালকা কভারেজ দেয় এবং ত্বক নিমেষে নরম টানটান আর তরতাজা হয়ে ওঠে।।


Read More,

Benefits Of Rubbing Ice On Face – মুখে বরফ ঘষার উপকারীতা



Tags – Hyaluronic Acid, Skin Care

Bristy

Leave a Comment

Recent Posts

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

3 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

17 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

19 hours ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

19 hours ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

1 day ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

2 days ago