Categories: Photo Gallery

Krishna Janmashtami 2023 : কৃষ্ণ জন্মাষ্টমী পূজা পদ্ধতি , জন্মাষ্টমী পূজার উপকরণ , জন্মাষ্টমী পূজার নিয়ম , ব্রত

Spread the love

Krishna Janmashtami 2023 : কৃষ্ণ জন্মাষ্টমী পূজা পদ্ধতি , জন্মাষ্টমী পূজার উপকরণ ,জন্মাষ্টমী পূজার নিয়ম, ব্রত

শাস্ত্রে আছে, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷সোনা যায় দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট ৷ কেউ যদি এক বার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, তা হলে তাঁকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গলকামনায় এবং অশুভ-অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে। 


পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করবেন কী ভাবে


জন্মাষ্টমী পূজা পদ্ধতি :

জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত ১২টার মধ্যে খেয়ে নিতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে ।।


জন্মাষ্টমীতে বাড়িতে কী ভাবে করবেন গোপালের পুজোর আয়োজন? জেনে নিন…

আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি। জেনে নেওয়া যাক কী ভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন:


১। জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত ১২টার মধ্যে খেয়ে নিতে হবে। 


২| জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে।


জন্মাষ্টমী 2023 সময়সূচি


৩। তবে যাঁদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তাঁরা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন। 


কৃষ্ণের জন্মাষ্টমী পূজার মন্ত্র , ব্রত কথা ও পূজা পদ্ধতি

৪। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন।


পুজোর নিয়ম :


জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফুল, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়। এইদিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ ৷ 



মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্যসামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছরি, ননী,নাড়ু, তালের বড়া,ক্ষীর, রাবরি, মালাই , মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন৷ 


জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম,পদ্ধতি 2023


জন্মাষ্টমীর রোজা ভাঙার উপায়


এ বছরের ৬ ও ৭ সেপ্টেম্বর উৎসবটি পালিত হবে। এই শুভ দিনে লোকেরা উপবাস পালন করে এবং প্রার্থনার জন্য বসে। লোকেরা 24 ঘন্টা উপবাস পালন করে এবং বাড়িতে রান্না করা ভোগ দিয়ে তাদের উপবাস ভঙ্গ করে।


জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম 


আগের দিন বুধবার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ

পাবেন। ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।


পরের দিন বৃহস্পতিবার  সকাল থেকে উপবাস 

থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন,

ভক্ত সঙ্গে হরিনাম কৃর্তন, অভিষেক দর্শন করতে

হবে ।। তারপর অনুকল্প প্রসাদ যেমন, সবজি (আলু,পেপে, কুমড়া,তেল ব্যবহার করা যাবে না)বাদাম বুনা, সাকুর পায়েস, ফল খেতে পারবেন।


Read More,

শুভ জন্মাষ্টমী ছবি, ফটো ও পিকচার : Happy Janmashtami Wishes, Photos, Images In Bengali 2023


Tags – Janmashtami Images, Wishes

Bristy

Leave a Comment

Recent Posts

Rice Flour Face Pack: ত্বকে উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

আজ তৃতীয়, ৪ দিন পরেই অষ্টমী , এইদিন প্রিয় জনের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে…

13 hours ago

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

পুজোর আগে যা গরম গেলো,, সকলের ত্বকে কম বেশি ট্যান পরে গেছে…. আর এই ট্যানের…

13 hours ago

Subha Mahalaya In Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা

বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপুজো…মহালয়া থেকেই এই আমেজ শুরু হয়ে যায়… মহালয়ার দিনে ভোর…

5 days ago

মহালয়া ইতিহাস,তাৎপর্য মহালয়া কেনো পালন করা হয়? জানুন বিস্তারিত

বছর ঘুরে এলো মা…বনে বনে কাশফুলের দোলা লেগে যায়…. এরই মধ্যে চারিদিকে যেনো পুজো পুজো…

6 days ago

Tan Removing Face Pack: মুখের ট্যান দূর করার সহজ ৫ উপায়

পুজোর আগেই চকচকে ত্বক চাইছেন? কিনতু গরমে রোদে পুড়ে আমাদের ত্বকের অবস্থা বারোটা বেজে গেছে,,,…

6 days ago

মহালয়ার শুভেচ্ছা বার্তা, মেসেজ,ছবি ( Bengali Mahalaya Photos, SMS, Wishes)

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

7 days ago