Spread the love

Mamaearth tea tree anti dandruff shampoo ingredients : শীতে অতিরিক্ত চুল পড়ার অন্যতম কারণ হলো খুশকি। খুশকি চুলে হয় না, হয় মাথার ত্বকের ওপরের অংশে। তাই চুলের গোড়া থেকে চুল ঝড়ে পড়ে……!! এ ছাড়া মুখ ও কানে, কপালে, এমনকি ঠোঁটে দেখা যেতে পারে খুশকি। মাথার ত্বকের উপরিভাগের মৃত কোষ হচ্ছে খুশকি…. খুশকির আরেকটি কারণ হচ্ছে মানসিক দুশ্চিন্তা। হতাশা কিংবা মানসিক চিন্তা থেকে মাথার ত্বক শুকিয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়।

  • খুশকি দূর করার শ্যাম্পু
  • শীতকালে খুশকি দূর করার উপায়

নিয়ন্ত্রণের উপায়: খুশকি একেবারে গোড়াতেই নিয়ন্ত্রণ করা খুব জরুরি। কারণ, একবার বাড়তে শুরু করলে তা নিরাময় করা কঠিন। চুল যদি অতিরিক্ত ময়লা হয় বা নিয়মিত না ধোয়া হয়, তাহলে খুশকি হয়। তাই যাঁরা নিয়মিত বাইরে যান বা ধুলাবালুতে চলাফেরা করেন, তাঁদের নিয়মিত চুল পরিষ্কার রাখা আবশ্যক। তাই খুসকির জন্য আমি বেস্ট শ্যাম্পুর খোঁজ নিয়ে এসেছি…. যা আপনার খুশকি কমায় এবং তেল নিয়ন্ত্রণ করে।

Mamaearth tea tree anti dandruff shampoo শ্যাম্পুতে উপস্থিত প্রাকৃতিক উপাদানগুলি নিশ্চিত করে যে খুশকি এবং অতিরিক্ত তেল আলতোভাবে কাজ করে এবং অপসারণ করা হয়।”চুলকানি কমায় এবং মাথার ত্বককে প্রশমিত করে: চা গাছের তেলের অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি চুলকানি এবং জ্বালা কমাতে সাহায্য করে।।

ভিটামিন ই-এর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবগুলি চুলের বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে যখন রক্ত সঞ্চালন প্রচার করে, ভাঙ্গা রোধ করে এবং চুল গভীরভাবে ময়শ্চারাইজ করে।”চা গাছের তেলের অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি চুলকানি এবং জ্বালা কমাতে সাহায্য করে যেখানে আদার তেল শুষ্কতা এবং চুলকানিকে প্রশমিত করার সময় মাথার ত্বকের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতায় অবদান রাখে।

আরোও পড়ুন,

How To Control Dandruff And Hairfall At Home – মাত্র ৩: উপাদান ব্যবহার করে চিরতরে চুল পড়া ও খুশকি দূর করুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *