খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ক্রিসমাস বা বড়দিন। এখন আবার একটু ব্যতিক্রম।। কারণ এই উৎসবে শুধুমাত্র খ্রিস্টানরা না এখন সকলে মিলে এই উৎসব উদযাপন করতে দেখা যায়,, যীশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে প্রতিবছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে এই উত্সব উদযাপিত হয়। গোটা বিশ্বের অন্যান্য ধর্মের মানুষরাও এই দিনটি মহা ধুমধাম করে পালন করেন। বড়দিনে বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ক্রিসমাস ট্রি সাজানো, কেক কাটা, একে অপরকে উপহার দেওয়া, এইসব আমরা প্রায় সবাই করে থাকি। আর এই উৎসবের একটি অন্যতম আকর্ষণ শুভেচ্ছা। তাই বড়দিনের শুভেচ্ছা 2023 বার্তা নিয়ে হাজির আমরা—–
১. বড়দিন মানে কালার ফুল একটি দিন ,একরাশ খুশি, উপহার এবং আনন্দের সাথে উৎসবটি উপভোগ করার দিন। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ বড়দিনের শুভেচ্ছা 2023“।
২. আশা করি এই বড়দিনের উৎসবে তোমার পরিবারের জন্য সুখ এবং আনন্দ বয়ে আনবে। শুভ বড়দিন“।
৩. “আমার তরফ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে শুভ বড়দিনের শুভেচ্ছা ,,নতুন বছরের জন্য শান্তিপূর্ণ শুভকামনা রইল”।
৪. আমার মন থেকে তোমাকে ২৫ শে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছর ভালো কাটুক। শুভ বড়দিনের শুভেচ্ছা 2023“।
৫. “ক্রিসমাস মরসুমে আপনাকে শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলি আপনার জীবনে অসংখ্য সাফল্য এবং গৌরবময় হয়ে উঠুক। শুভ বড়দিন“।
৬. এই ক্রিসমাস বড়দিনের মোমবাতির আলোর মতো তোমার প্রতিটি দিন আলোকিত হয়ে উঠবে। নতুন বছর ভালো কাটুক “””শুভ বড়দিন“।
৭. আমি বড়দিনের উৎসবে সান্টার কাছে প্রার্থনা করব তোমার জীবনে আশীর্বাদ ভরিয়ে তুলতে। শুভ বড়দিনের শুভেচ্ছা 2023“।
৮.“সান্টাক্লজ তার সঙ্গে তোমার জন্য আনুক সুখ ও ভালো দিন। প্রার্থনা করি এই উৎসবে তোমার জীবন খুব ভালো কাটুক “”শুভ বড়দিন“।
৯. মেরি ক্রিসমাস! আগামীটা খুব ভাল কাটুক সকলের। প্রভু যিশু আপনাকে রক্ষা করুক সকল বিপদ থেকে…বড়দিনের শুভেচ্ছা সকলকে।
১০. সব অশুভ শক্তির বিনাশ হোক, আলো থাকুক চারিদিকে। আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।
আরও পড়ুন,
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment