বিবি ক্রিম হলো ফাউন্ডেশন এর মতোই,, বিবি ক্রিম মূলত ফাউন্ডেশন ও ময়েশ্চারাইজার এর কাজ একই সাথে করে থাকে । এটি বেশ হালকা ধরনের একটি টিন্টেড ময়েশ্চারাইজার । মেক আপ করার সময় এটি ব্যবহার করলে ত্বক খুব লাইট দেখায়,,, এটি রুক্ষ ত্বক এবং তৈলাক্ত ত্বক উভয়ই ত্বকেই নিশ্চিন্তে ব্যবহার করা যায় ।
বাজেট অনুযায়ী Myglamm BB Cream ইউজ করতে পারেন,,, এটি আপনাকে 24 ঘন্টা হাইড্রেশন দেয়,,, এটি উজ্জ্বলতা প্রদান করে: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপনার ত্বককে একটি প্রাকৃতিক আভা দেয়।।এটার শেড অনেকে গুলো…. সব স্কিন কালারের সাথে ভালো মানায়। এটি অনেক লাইট, ভালো ভাবে ব্লেন্ড হয়।
লাইট থেকে মধ্যম মানের কভারেজ দেয়। মুখের ছোট দাগ, রেডনেস কভার করলেও, বড় দাগ গুলোর জন্য আলাদা ভাবে ক্রিম নিয়ে কন্সিল করতে হয়। একদম-ই ন্যাচারাল ফিনিশিং দেয় এবং সব চেয়ে ভালো ব্যাপার হল এটা মুখ কে অক্সিডাইজ করে না। তাছাড়া এটি তে SPF 30 PA ++ আছে। মোটামুটি বিবি ক্রিমের সব গুনাগুণ এর মধ্যে আছে।
মোটামুটি ৮ ঘণ্টা মুখে থাকবে। যারা বাইরে অনেকক্ষণ থাকেন, তারা এটি ব্যবহার করতে পারেন। প্রথমে এটি দেয়ার পর মুখ একদম সাদা হয়ে গেলেও , পরে এটি ন্যাচারাল হয়ে যায়। মুখ অনেক উজ্জ্বল লাগে। মুখের কালো দাগ, রেডনেস দূর করে। এটির কভারেজ ভালো কিন্তু ফাউন্ডেশনের মত কভারেজ দিবে না। ফিনিশিং আসার পর যদি মুখে রেডনেস, কালো দাগ, চোখের নিচে কালো দাগ দেখা যায় তাহলে শুধু মাত্র ওই জায়গায় এবার বিবি ক্রিম দিয়ে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে ডেব করে ব্লেন্ড করবেন। দেখবেন দাগ উধাও।।
Read More,
Homemade Wrinkle Remover For Face: ২ দিনে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Diwali means Rangoli… This colorful Rangoli looks beautiful too…one of the most important parts of…
Leave a Comment