নাইট ক্রিম আজকাল সকলে ইউজ করে,, কিনতু নাইট ক্রিম ব্যবহারের নিয়ম জানার পাশাপাশি জানতে হবে কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো? এক এক জনের ত্বকের ধরণ অনুয়ায়ী ভিন্ন ভিন্ন ধরণের নাইট ক্রিম ব্যবহার করতে হয়। ত্বককে সুস্থ, স্বাভাবিক এবং উজ্জ্বল করে তুলতে হলে স্কিন কেয়ার রুটিনের অংশ হিসেবে নিয়মিত রাতে ঘুমানোর পূর্বে নাইট ক্রিম ব্যবহার করা উচিত।
নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে নারীরা। তাই, নিজের রূপচর্চার ক্ষেত্রে সেরা প্রসাধনী ব্যবহার করে আসছে। কিন্ত, সময়ের সাথে সাথে মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে। এখন রঙ ফর্সাকারি ক্রিম এর তুলনায় ত্বককে সুস্থ রাখার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে সবচেয়ে বেশি।
রুপ সচেতন নারীরা তাই নিজেদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, নিয়মিত স্কিন কেয়ার রুটিন অনুসরণ করে থাকে। স্কিন কেয়ার রুটিন এর ক্ষেত্রে অন্যতম একটি হলো নাইটক্রিম। এখন প্রশ্ন হলো নাইট ক্রিম কোনটা সবচেয়ে ভালো? এসব প্রশ্নের উত্তর দেয়া হবে এই লেখায়। মন দিয়ে দেখুন….
১/Lakme-Absolute-Perfect-Radiance-Skin-Lightening-Night-cream
নাইট ক্রিম হিসেবে পরিচিতি পেলেও এই ক্রিমটি শুধু যে একটি নাইট ক্রিমের ভূমিকা পালন করে থাকে তা কিন্তু নয়। বরং, আপনার ত্বককে মশ্চোরাইজ ও রিপেয়ার করার পাশাপাশি ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ভূমিকা পালন করে থাকে। এটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের রং হালকা করে।
২/Ponds-Age-Miracle-Wrinkle-Corrector-Night-cream
নির্দিষ্ট বয়সের পর আমাদের ত্বক নিষ্প্রাণ হয়ে উঠে।ত্বকের সজীবতা হারিয়ে যায়, সেই সাথে ত্বকে নানা ধরণের সমস্যা দেখা দেয়। এই ক্রিমটি আপনাকে আপনার ত্বকের সমস্ত সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে।
এছাড়াও আপনি চাইলে ঘরের তৈরী নাইট ক্রিম ব্যবহার করতে পারেন – এই নাইট ক্রিমেই এবার মিটবে ত্বকের সমস্যা…নাইট ক্রিম ব্যবহারে ত্বকের ক্ষতপূরণ হয় তাড়াতাড়ি।
১. একটা সসপ্যানে হাফ কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ beeswax দিয়ে কম আঁচে ভাল ভাবে গলিয়ে নিন। তার পর ক্রিমটি ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিন। এরপর এই ক্রিম ব্যবহার করতে পারেন।
২. অ্যালোভেরা জেল আর ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে মাখুন। এতে ত্বক অনেক বেশি টানটান হবে। ব্রণ, ফুসকুড়ির সমস্যা হবে না। নাইট ক্রিম হিসেবে কাজে লাগাতে পারেন।।
৩. অ্যাভোকাডো নাইট ক্রিম হিসেবে খুব ভাল কাজ করে। পাকা অ্যাভোকাডো ভাল করে বেটে নিন। এর মধ্যে টকদই মিশিয়ে মিহি পেস্ট বানান। এরপর তা মুখে লাগান।।
আরোও পড়ুন,
মুখের কালো ছোপ দূর করার উপায় – Ways To Remove Black Spots On The Face
Tags – Night Cream , Skin Care
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment