আজকাল বেশ ট্রেন্ড চলছে এই রোজমেরি অয়েলের…. এশিয়ার বিশেষ স্থানে এই অয়েল পাওয়া যায়। এই গাছের পাতাগুলো একদম সরু সরু হয়, গোলাপি, সাদা, নীল রঙের ফুলে গাছ ভরে থাকে। রোজমেরি গাছের পাতা থেকে নির্যাস বের করা হয়। সেই নির্যাস থেকেই এসেনশিয়াল অয়েল তৈরি করা হয়। রোজমেরি অয়েলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা আমাদের ত্বকের ও চুলের যত্নে দারুন উপকারী।
একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে চুলের স্বাস্থ্যের উন্নতি করে, স্বাস্থ্যকর চুলকে পুষ্ট করে এবং ভাঙ্গা কমায়, চুল পড়া কমায়।রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।রোজমেরি অয়েল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। চুলের স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে।চুলের ফলিকল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি আপনার খুশকির সমস্যা এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
রোজমেরি অয়েলের সাহায্যে আপনি হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। এর মধ্য়ে ২-৪ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এই দুই উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার হালকা আঁচে এই তেল গরম করে নিন। তারপর তুলোর সাহায্যে এই তেল স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। স্ক্যাল্প ভালো করে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এরপর কন্ডিশনার ব্যবহার করুন। যাঁদের চুল লম্বায় খুব কম বৃদ্ধি পায় তাঁরাই এই হেয়ার অয়েল ব্যবহার করলে উপকার পাবেন।
খেয়াল রাখে ত্বকেরও – রোজমেরি অয়েলে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকরণ যা ত্বকের খেয়াল রাখে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রোজমেরি অয়েল ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করে।
আরোও পড়ুন,
Diwali Skin Care: দিওয়ালির আগে ত্বক রাখুন দাগহীন,রইলো ৫ টিপস্
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Diwali means Rangoli… This colorful Rangoli looks beautiful too…one of the most important parts of…
Diwali Mehndi Design Photos: There are many people like me who are crazy about mehndi….…
Face Scrub For Glowing Skin: হাতে গোনা আর ৩ দিন পরেই আসছে দীপাবলি। এরই মধ্যে…
Leave a Comment