Spread the love

আপনি যদি চুল মজবুত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। সারা বছর স্ক্যাল্প এ যদি খুসকি, ময়লা, রুক্ষতা দেখা দেয় তবে চুল গজানোর থেকে উল্টে চুল পড়ে একদম টাক হয়ে যাবে,,, এমন সমস্যায় অনেক মেয়েকেই পড়তে হয়, আর তার জন্য তাঁদের হেয়ার স্টাইলিং প্রডাক্ট অনেক অংশে দায়ী। হেয়ার জেল, স্টাইলিং মুজ় বা হেয়ার স্প্রে যাঁরা নিয়মিত ব্যবহার করেন তাঁদের স্ক্যাল্প খুব দ্রুত নোংরা হয়ে যায়। দীর্ঘদিন চুলের গোড়ায় এ সব জমে থাকলে তেল বা অন্যান্য চুলের পরিচর্যার সামগ্রীর পুষ্টি চুলের গভীরে ঢুকতে পারে না। ফলে স্ক্যাল্প পরিষ্কার রাখা খুব দরকার।

IMG_20240927_102323-edited Scalp: চুলের যত্নে স্ক্যাল্প পরিষ্কার রাখা ভীষন জরুরী

✓✓ কীভাবে স্ক্যাল্প পরিষ্কার রাখবেন দেখুন —-

1। চুল বেঁধে রাখুনঅনেক মেয়েরা আছে যারা সারাক্ষণ চুল খোলা রাখতে ভালোবাসে,, তাদের জন্য বলবো গরমে চুলটা বেঁধে রাখাই ভালো! বাইরে গেলে বাহারি স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখুন চুল। এতে চুল সুরক্ষা পাবে।

মাথার ত্বক পরিষ্কার রাখার উপায়

2। শ্যাম্পুচুলের সম্পূর্ণ দেখভাল করতে নারিশিং শ্যাম্পু মাখুন। নারকেল, শিয়া বাটার, আর্গান অয়েল-বেসড শ্যাম্পু চুলের পক্ষে ভালো! স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন। তাতে অতিরিক্ত শ্যাম্পুতে চুল রুক্ষ হবে না।

3। চুল সারাক্ষণ বেঁধে রাখবেন নাগরমে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝেমাঝে চুল খুলে পাখার নিচে বসুন, ভালো করে চুলটা শুকিয়ে নিন। এতে চুল কম পড়বে।

মাথার ময়লা দূর করার উপায়

4। ভেজা চুল বাঁধবেন নাচুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। চুল ভালো করে শুকিয়ে তবে আলগা করে বেঁধে রাখবেন।

5। অ্যালোভেরা অ্যালোভেরা মাথার ত্বককে ভালো করতে এবং আর্দ্র রাখতে সাহায্য করে। অ্যালোভেরা মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে কাজ করে। মেথি, কালোজিরে প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। এটি শুষ্ক এবং চুলকানি মাথার ত্বককে প্রশমিত করতে সহায়ক।

মেথিতে ভিটামিন সি, পটাশিয়াম, পুষ্টি উপাদান রয়েছে। এই সব পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করে এবং তাদের সুস্থ রাখে।৩ উপাদান একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে চুলে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

রাতে শোয়ার আগে চুলের যত্ন যেভাবে নিবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *