Categories: Blog

Scalp Massager For Hair Growth : স্ক্যাল্প ম্যাসাজার কি চুল গজানোর জন্য ভালো! দেখে নিন

Spread the love

Scalp Massager For Hair Growth : স্ক্যাল্প ম্যাসাজার কি চুল গজানোর জন্য ভালো! দেখে নিন


এখনকার দিনে চুলে স্টাইলের জন্য অনেকে তেল ব্যবহার করেনা….!! আপনি যদি কখনও মাথার ত্বকে ম্যাসেজ করে থাকেন তাহলে অনেক উপকার পাবেন…. এতে আপনার মানসিক চাপ এবং উত্তেজনা উপশম করার পাশাপাশি, চুলের বৃদ্ধিকে উত্সাহিত করে।।


scalp massager for hair growth how to use

সত্যি বলতে বহু বছর ধরে ভারতে ঘরোয়া রূপচর্চার পদ্ধতিতে একটা বড়ো জায়গা জুড়ে রয়েছে হট অয়েল মাসাজ। মাথায় তেলমালিশের এই চিরন্তন ঘরোয়া পদ্ধতির উপকারিতা আছে…. আসুন জেনে নেওয়া যাক চিরন্তন এই স্ক্যাল্প মাসাজের বেশ কিছু উপকারিতা। 

চুলের বৃদ্ধির জন্য স্ক্যাল্প ম্যাসাজ

১. মানসিক চাপ কমায়

সারাদিনে যত কাজের চাপই থাকুক, দিনের শেষে একটা স্ক্যাল্প মাসাজ নিতে পারলে নিমেষে আপনি হালকা, চনমনে হয়ে উঠবেন। আসলে মানসিক চাপ আমাদের শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা আর হরমোনের উপর প্রভাব ফেলে। হরমোনের এই ওঠাপড়ার ফলে চুল উঠে যেতে পারে। স্ক্যাল্প মাসাজ নিলে কিন্তু আপনি মুহূর্তে শান্ত হয়ে যাবেন, স্ট্রেসের মাত্রাও সঙ্গে সঙ্গেই অনেকটা কমে যাবে। 

Scalp Care

২. স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, চুলের গোড়া মজবুত করে

সুস্থ চুলের জন্য সুস্থ স্ক্যাল্প খুবই দরকার কারণ চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোয় স্ক্যাল্প থেকেই৷ সপ্তাহে একবার তেল মাসাজ স্ক্যাল্প আর্দ্র থাকতে সাহায্য করে৷ স্ক্যাল্প শুষ্ক হলে বা মৃত কোষ থাকলে চুল ওঠার পরিমাণ বেড়ে যেতে পারে৷ তাই স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে।।

৩. স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে তোলে

স্ক্যাল্প মাসাজ মুখে ও মাথায় রক্ত সংবহন বাড়িয়ে তোলে৷ মাসাজের ফলে সে সব প্রসারিত হয় এবং হেয়ার ফলিকলে রক্তের সংবহন বাড়ে৷ স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধি বেশি হয়৷


কপালের দু’পাশে মাসাজ করলে টেনশন কমে এবং মাথায় রক্তের সংবহন বেড়ে যায়৷ 

৪.ঘুম ভালো হয়

রাতে ঘুমোতে অসুবিধে হলে, ঘুম না হলে শুতে যাওয়ার আগে একটা স্ক্যাল্প মাসাজ নিয়ে দেখতে পারেন! প্রতি রাতে এমন মাসাজ নিলে ঘুম যে আসবেই তা নিশ্চিত হয়েই বলা যায়৷ 


‘খেয়াল রাখুন মাসাজের সময় চুল যেন জট পাকিয়ে না যায়’: মাথায় মাসাজ নেওয়ার সময় আমাদের অনেকেরই মাত্রাজ্ঞান থাকে না। খেয়াল রাখুন যাতে কোনওমতেই চুলে জট না পড়ে।


স্ক্যাল্প ম্যাসাজ কি?


স্ক্যাল্প ম্যাসাজ ঘাড়, পিঠ বা বডি ম্যাসাজের মতো। তবে স্ক্যাল্প ম্যাসাজ সাধারণত একটু বেশি আলতো করে করা হয়। এটি সাধারণত তেল ছাড়াই তৈরি করা হয়, তবে আপনি চাইলে এটি অন্তর্ভুক্ত করতে পারেন।


প্রতিদিন মাথায় ম্যাসাজার ব্যবহার করা যাবে কি


 আপনার চুলের যত্নের রুটিনের জন্য আপনি যা বাস্তবসম্মত মনে করেন তার জন্য লক্ষ্য করা সর্বদা সর্বোত্তম যাতে আপনি আসলে এটিতে লেগে থাকেন এবং সমস্ত সুবিধা কাটাতে পারেন। স্ক্যাল্প ম্যাসেজ আমাদের অন্তত একবার করা উচিৎ।।


Read More,

চুল ঝড়ছে ভীষন? সমস্যা দূর করতে চুলের জন্য বেছে নিন ভেষজ টোটকা : Hair Growth Tips



Tags – Hair Tips, Hair Care

Bristy

Leave a Comment

Recent Posts

Subho Maha Panchami Images (শুভ মহা পঞ্চমী 2024 ছবি, শুভেচ্ছা বার্তা )

বাঙালির সবথেকে শ্রেষ্ঠ ও প্রিয় উৎসব হলো দূর্গা পূজা….দূর্গা পূজা মূলত ৩ দিনের একটি বিশেষ…

1 day ago

Durga Puja Face Pack: পুজোয় ত্বকের যত্নে ৩ ফেসপ্যাক

পুজোর আগে ত্বকের চাই এক্সট্রা জেল্লা… আর এই জেল্লা বাড়ানোর জন্য নিয়মিত যত্ন নেওয়ার প্রয়োজন।…

2 days ago

পুজোর ভিড়ে আপনাকেই লাগবে সেরা”দেখুন মেকাপ টিপস্

আজ চতুর্থী,, এরই মধ্যে বেশ অনেক জায়গায় প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে…কিনতু অনেক মেয়ের সমস্যা…

2 days ago

Rice Flour Face Pack: ত্বকে উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

আজ তৃতীয়, ৪ দিন পরেই অষ্টমী , এইদিন প্রিয় জনের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে…

2 days ago

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

পুজোর আগে যা গরম গেলো,, সকলের ত্বকে কম বেশি ট্যান পরে গেছে…. আর এই ট্যানের…

2 days ago

Subha Mahalaya In Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা

বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপুজো…মহালয়া থেকেই এই আমেজ শুরু হয়ে যায়… মহালয়ার দিনে ভোর…

1 week ago