Glowing Skin Face Pack – সামনেই পূজো ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে আমাদের ত্বকের যত্ন নাওয়া জরুরি….. তাই আমাদের দরকার ফেস প্যাক…!! বাজার চলতি ফেস প্যাক এর উপর ভরসা না রাখে বাড়িতেই বানিয়ে নিন ফেস প্যাক। এতে পয়সা ও সময় দুটোই বাঁচবে…!! কী ভাবে তৈরি করবেন জেনে নিন…
ত্বক নিস্তেজ হওয়ার মূল কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস- যেমন ভুল ডায়েট, সঠিক ত্বকের যত্নের অভাব, ঘুমের অভাব, অতিরিক্ত মদ্যপান সহ আরও অনেক কিছু। তাই এগুলো আগে ঠিক করুণ…..
ঘরোয়া ফেস প্যাক —-
১. দই, মধু ও এক চিমটি হলুদ সহযোগে বানিয়ে ফেলুন ফেস প্যাক। পুরো মুখে ভাল করে এই প্যাক লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন পূজোর আগেই একটা গ্লো পেয়ে গেছেন।।
২. দুধ
দুধ আপনার ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান। প্রতিদিন ঘুমানোর আগে ত্বকে দুধ লাগান। দুধের সর ও অ্যাপ্লাই করতে পারেন।।। এছাড়া নিয়মিত দুধ খেলে আপনার ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়।
কাঁচা ঠান্ডা দুধেতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। এবার এই তুলোর বলটি আপনার ত্বকে ঘষুন। সারারাত রেখে সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩. নারকেল তেল
বেশিরভাগ মানুষ চুলের জন্য নারকেল তেল ব্যবহার করেন। তবে আপনি উজ্জ্বল ত্বক পেতে আপনার মুখে নারকেল তেলও লাগাতে পারেন! এটি আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেট করতে সাহায্য করে।।
নারকেল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা, আপনার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।
৪. মুলতানি মাটির গুণ অনেক। পাকা পেঁপে ও এক চামচ মুলতানি মাটি সঙ্গে মধু যোগ করুন। এবার মিশ্রণটিকে গোটা মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।। পাকা পেঁপেও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভাল।
৫. গোলাপ জল
গোলাপ জল নিঃসন্দেহে সৌন্দর্য ফিরিয়ে আনে।
সামান্য তুলো গোলাপ জলে ডুবিয়ে সারা মুখে আলতো করে লাগান। এটি আপনার ত্বকে রেখে দিন সারা রাত এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে দুর্দান্ত উজ্জ্বলতা দেবে এবং আপনার ত্বককে সতেজ, করে তুলবে। গোলাপ জলের সঙ্গে শসার রস মেশাতে পারেন।।
আরোও পড়ুন,
পূজোর আগে ফর্সা ও সুন্দর হওয়ার উপায়: Ways To Be Fair And Beautiful Before Puja At Home
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment