গরমকালে ভার্জিন মোজিতো খেলে যেনো প্রাণ ফিরে আসে,,, এটি খাওয়ার মজাই আলাদা। কোনও রেস্টুরেন্ট গিয়ে খাবারের পাশাপাশি ক্রাসাস বেছে নেওয়ার প্রবণতা নতুন প্রজন্মের। প্রথমেই সাধ্যের মধ্যে যেটি থাকে সেটি হল ভার্জিন মোহিতো। এবার কথা হচ্ছে বাইরে টাকা খরচা না করে এবার ভার্জিন মোহিতো বানিয়ে ফেলুন বাড়িতে বসেই। বাড়িতে লোক আসুক, কী নিজের একঘেঁয়েমি কাটাতে বা একলা সময় কাটানোর সময় হাতে নিয়ে নিন এক গ্লাস ভার্জিন মোহিতো। এক মিনিটেই বানিয়ে ফেলা যায় এই সরবত। দেখুন রেসিপি…
- ভার্জিন মোহিতো কী কী লাগে বানাতে ?
- ১) ছোট টুকরো বরফ
- ২) পুদিনা পাতা
- ৩) বিট নুন
- ৪) পাতি লেবু
- ৫) সোডা বা স্প্রাইট
- ৬) যে কোনো একটি ফল
Virgin Mojito Mocktail Recipe
- তৈরির পদ্ধতি
গ্লাসে প্রথম পুদিনা পাতা দিন, তারপর নুন, ও লেবু টুকরো টুকরো করে দিন। এরপর গ্লাসের ভেতরে লেবুর রস বের করুন এবং পুদিনা পাতা থেতো করুন, স্বাদ বুঝে লেবু দিন।
Special Virgin Mojito Recipe With Sprite
এরপর মিন্ট গুঁড়ো দিতে পারেন এক চামচ। তারপর বরফ গুলো দিয়ে, স্প্রাইট বা সোডা দিয়ে দিন। এবার একটু নাড়িয়ে দিন। সাজানোর জন্য একটা স্টবেরি ফল কেটে গ্লাসের ধারে সাজাতে পারেন। এবার স্ট্র দিয়ে পরিবেশন করুন লা-জবাব ভার্জিন মোহিতো।
আরোও পড়ুন,
Best Brownie Recipe: সুস্বাদু চকলেট ব্রাউনি রেসিপি