বৈশাখ মাসে প্রচুর বিয়ের ডেট থাকে। এই ভ্যাপসা গরমে আপনার যদি বিয়ের নেমতন্ন আসে, তাহলে তো যেতেই হবে,, তার মধ্যে যদি হয় কাছের কোনো বন্ধুর বিয়ে,, বন্ধুর বিয়েতে শা়ড়ি পরার পরিকল্পনা?? কীভাবে এই গরমে শাড়ি পড়বেন, মেকাপ করবেন রইলো তার টিপস্…… এখন এই গরমে সিল্ক শাড়ি, ইক্কত যা-ই পরুন না কেন, সামাল দিতে হবে নিজের সাজের অপর…. কারন সাজ যদি গলে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ….. তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরমে কীভাবে নায়িকাদের মতো হাল্কা মেকাপে গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারবেন ……
দীপিকা পাডুকোন এর মতো হাক্লা সাজে বাজিমাত করতে চাইলে শাড়ি বাদে চুড়িদার পরতে পারেন…. কামিজের গলায় সোনালি পাইপিং-এর কাজ। বুক-পিঠে সোনালি রঙের ঠাসা জরির কাজ করা। দেখলে মনে হতে পারে, কোনো পরী।
কিয়ারার মতো সাজতে সামঞ্জস্য রেখে হালকা মেকাপ করতে পারেন। শহরের উষ্ণতা যতই মাত্রা ছাড়াক, এমন সাজে আপনাকে লাগবে স্নিগ্ধ। গরমে চুল খুলে রাখতে না চাইলে সুন্দর করে খোঁপা বা বান করে নিতে পারেন। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, স্মোকি আইজ় — ব্যস, বিয়েবাড়ির সাজ কমপ্লিট!
গরমের পোশাকের পাশাপাশি নজর রাখতে হবে শাড়ির রঙের দিকে। গরমকালে একদম হালকা রঙ এর শাড়ি পরাই উচিত। কারণ গাঢ় রঙ যে তাপ গ্রহণ করে তার অনেকটাই ধারণ করে রাখে। হালকা রঙ তাপ কম শোষণ করায় শরীরে স্বস্তি লাগে অনেকটাই। গরমে হালকা সমস্ত রং যেমন, গোলাপি, হালকা আকাশি, অলিভ গ্রিন, হালকা হলুদ রঙের পোশাকও পরতে পারেন।
এবার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মুখে ও গলায় লাগিয়ে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার কমপ্যাক্ট পাউডার দিন।চোখ: ফাউন্ডেশন লাগানোর সময় চোখের ওপর ও নিচে ভালো করে মিলিয়ে দিন। চোখের তলায় কালি থাকলে কনসিলার দিয়ে নিন। পোশাকের সাথে মিলিয়ে বা দুই বা তিনটি শেড মিলিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন। ভ্রূ’র ঠিক নিচে হাইলাইটার লাগান। কাজল শুধু চোখের ভেতর লাগান, নাকের ওপরের অংশে লাইট শেডের ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট লাগিয়ে নিন। পছন্দের লিপস্টিক পরে বেরিয়ে পড়ুন।
আরও পড়ুন,
Top 5 Summer Hair Cut For Men: ছেলেদের গ্রীষ্মকালীন হেয়ার কাট
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment