Skin Care

Summer Moisturizer: গরমে ত্বকের সেরা ৩ ময়েশ্চারাইজার

Spread the love

গরমে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে আপনার ত্বকের পরিচর্চার রুটিনে ময়েশ্চারাইজার অবশ্যই রাখতে হবে। কারণ ময়েশ্চারাইজার ত্বকের সমস্যা় কমায়, ত্বকের কোষ উন্নত করে,, ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার নির্বাচন করা উচিত। কারন সব ত্বকে এক ময়েশ্চারাইজার মানানসই নয়…

গরমে তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম….

১. মুখ ভালো মতো ধুয়ে নেওয়াময়েশ্চাইজার ব্যবহারের আগে ভালো মতো মুখ ধুয়ে নিতে হবে। মেইকআপ এবং ব্যবহৃত প্রসাধনী সব পরিষ্কার করে দেবে।

২.ময়েশ্চাইজার ব্যবহার করার আগে ত্বকের যত্নে টোনার, সেরাম ব্যবহার করবেন।

গরমে কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

1। Cetaphil DAM Daily Advance Ultra Hydrating Lotion for Dry skin: নন-গ্রীসি আল্ট্রা এই ময়েশ্চাইজার 24 ঘন্টার জন্য শুষ্ক ত্বককে নরম কোমল করতে পারে, হাইড্রেট করতে এবং রক্ষা করতে ক্লিনিক্যালি প্রমাণিত।

2। NIVEA সফট লাইট ময়েশ্চারাইজার: এই ময়েশ্চারাইজার ত্বককে নরম এবং সতেজ ত্বকের অনুভূতি দেয়। এটি মুখ, হাত এবং শরীরের জন্য একটি সম্মিলিত ময়েশ্চারাইজার। এটি একটি রিফ্রেশিং অনুভূতি প্রদান করে বৃহৎ এলাকায় মসৃণভাবে ছড়িয়ে পড়তে পারে। ক্রিমটি দিনের পাশাপাশি রাতেও লাগাতে পারেন।

ব্রণের জন্য কোন ময়েশ্চারাইজার ভালো

3। POND’S Super Light Gel, Oil-free Moisturizer: সুপার লাইটওয়েট: হালকা ওজনের ত্বকের যত্নের ক্ষেত্রে পন্ডস জেল ময়েশ্চারাইজার এটি। পন্ডস সুপার লাইট জেল বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনার ত্বককে 24-ঘন্টা আর্দ্রতা লক দেওয়ার জন্য। এর মানে হল যে জেল ময়েশ্চারাইজার শুধুমাত্র আপনার ত্বককে হাইড্রেট করে না কিন্তু এটি সেই আর্দ্রতা লক করতেও সাহায্য করে, আপনার ত্বককে নরম এবং কোমল রাখে। তৈলাক্ত ত্বকের জন্য পন্ডস জেল ভিত্তিক ময়েশ্চারাইজারে হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন ই এর সংমিশ্রণ আপনার ত্বকের জন্য গভীর পুষ্টিকর যত্ন প্রদান করে। এটি আপনার ত্বককে হাইড্রেট, সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, এটিকে নরম, মসৃণ এবং তারুণ্য বোধ করে।

আরোও পড়ুন,

আরোও পড়ুন,

5 Uses Aloe Vera For Summer: গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা একাই একশো

Bristy

Leave a Comment

Recent Posts

How To Remove Pimple Marks: পুজোয় ঘুরে ত্বকে ব্রণর দেখা? উপায় কী

ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…

2 days ago

Diwali Makeup Look: দীপাবলির সন্ধ্যার আকর্ষণীয় লুক

দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…

5 days ago

Happy Diwali 2024:Wishes, Images,Quotes,Messages,Status

Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…

6 days ago

Diwali Wishes With God Images

Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…

6 days ago

Simple Rangoli Design For Diwali

Diwali means Rangoli… This colorful Rangoli looks beautiful too…one of the most important parts of…

7 days ago

Diwali Mehndi Design 2024

Diwali Mehndi Design Photos: There are many people like me who are crazy about mehndi….…

1 week ago