Best tanning dead skin remover : শীতে আমাদের ত্বকের সৌন্দর্য কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডেডসেল বা মৃত কোষ। খালি চোখে দেখা না গেলেও এই ডেড স্কিন সেলেরা জমতে থাকে মুখের উপরে। তখন খুশকির মতো লাগে।। তাই তো সপ্তাহে অন্তত ২ দিন স্ক্রাবার ব্যবহার করা উচিৎ। তবে সেজন্য বাড়তি খরচ করে পার্লারে যেতে হবে না। ঘরে বসেই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারেন এই স্ক্রাব। তৈলাক্ত ত্বক (Oily Skin) থেকে শুরু করে ব্রণর সমস্যা- এই সব কিছুর পিছনে দায়ী থাকে অতিরিক্ত সিবাম নিঃসরণ। ত্বকের সেই প্রাকৃতিক জেল্লা পেতে মরা কোষকে আগে দূর করুন….
১/ যেহেতু এখন শীতকাল – তাই মরসুমি ফলকে কাজে লাগাতে পারেন স্ক্রাব তৈরিতে। পেঁপের স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন। এই হোমমেড স্ক্রাবটি আপনার ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করবে। তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে পাকা পেঁপে ত্বকের জন্য ভীষণ উপকারী।পেঁপের ফেস স্ক্রাব তৈরির জন্য পাকা পেঁপের নির্যাস নিয়ে ভালো করে মাখুন। এবার এই পেঁপের মধ্যে চালের গুঁড়ি বা বেসন মেশাতে পারেন। এই মিশ্রণটি দিয়ে মুখ ঘষে নিন এবং তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস স্ক্রাব সহজেই আপনার ত্বক থেকে মরা কোষ দূর করে দেবে। এই ফেস স্ক্রাব ব্যবহার করে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক উজ্জ্বলতা।
২/ আধ কাপ কফি গুঁড়া, আধ কাপ চিনি, ২ চামচ এলোভেরা জেল সবকটি উপাদান মিশিয়ে বানিয়ে নিতে হবে একটি পেস্ট। তারপর সেটি মুখে লাগিয়ে কম করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। কফিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর চিনি মৃত কোষেদের সরিয়ে ফেলে। ফলে অল্প সময়ে ত্বক সুন্দর হয়ে ওঠে।
DR.RASHEL De-Tan Scrub For Face & Body Revitalizing Tan Removal Scrub: ডিয়োনাইজড ওয়াটার দিয়ে মজবুত ডি-খনিজযুক্ত জল ত্বক থেকে অমেধ্য বের করে দেয়, যার ফলে এটি গভীরভাবে পরিষ্কার হয়। এটি একটি বিশুদ্ধ সমাধান এবং একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার।ত্বককে এক্সফোলিয়েট করে এটি আলতোভাবে ছিদ্রগুলি খুলে দেয় এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এটি এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য সহ আসে এবং ত্বকে একটি প্রতিরক্ষামূলক স্তর যুক্ত করে।একটি ইউনিসেক্স স্ক্রাব প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, এটি মুখ এবং শরীরের ব্যবহারের জন্য উপযুক্ত। এটি পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারে। এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।
আরোও পড়ুন,
Manda Pitha Recipe||শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন সুস্বাদু মন্ডা পিঠা
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment