Categories: Skin Care

Top 6 Body Lotions For Oily Skin In Winter – শীতকালে তৈলাক্ত ত্বকের জন্যে সেরা ৬ টি বডি লোশন

Spread the love

Top 6 Body Lotions For Oily Skin In Winter – শীতকালে তৈলাক্ত ত্বকের জন্যে সেরা ৬ টি বডি লোশন

Winter Body Lotion For Oily Skin

যাঁদের ত্বক তৈলাক্ত, তাদের শীতের দিনে তেমন একটা চিন্তা করার দরকার নেই,  কারণ শুষ্ক ত্বকের অনেক ভেজাল থাকে, শীতকালে তাদের ত্বক আরও রুক্ষ হয়ে যায়। এখন আপনারা বলবেন, যাদের তৈলাক্ত ত্বক তাদের বডি লোশন ব্যবহার করে দরকার আছে? তবে আমি বলব অবশ্যই আছে। কারণ, ত্বকের উপর একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতে হবে। ত্বক কে আরও সুন্দর কোমল রাখতে বডি লোশন অবশ্য ব্যবহার করার প্রয়োজন।
দেখে নিন তৈলাক্ত ত্বকের বডি লোশনের নাম*

১. লোটাস হার্বালস অ্যালো সফট ডেলি বডি লোশন: এই বডি লোশন টি ত্বকে সহজেই মিশে যায়। ত্বককে পুষ্টি জোগানো এবং আর্দ্র রাখার সঙ্গে-সঙ্গে এটি আবার শীতকালের  রোদের হাত থেকেও রক্ষা করে।কারণ, অ্যালো ভেরা  গুনাবলি আছে।

Vaseline Body Lotion For Oily Skin

২. ভেসলিন রিভাইটালাইজিং গ্রিন টি বডি লোশন: সতেজ ঘ্রাণ এবং সবুজ চা নির্যাস সহ, ভ্যাসলিন পুনরুজ্জীবিত গ্রিন টি লোশন ত্বকের গভীরে যায় এবং এটিকে নরম, কোমল এবং সতেজ করে। ত্বককে রিফ্রেশ করে সারা দিন আর্দ্র রাখবে এটি।

Nivea Body Lotion For Oily Skin

৩. নিভিয়া অ্যালো হাইড্রেশন বডি লোশন: সহজেই ত্বকে মিশে গিয়ে তাকে ভিতর থেকে পুষ্টি জোগায়।  একটুও তেলতেলে করে না।  স্নানের পরে এই বডি লোশনটি সারা শরীরে ভাল করে মালিশ করুন।
৪. ফরেস্ট এসেনশিয়াল লাইট ডে ল্যাভেন্ডার অ্যান্ড নেরোলি বডি লোশন: একটি চমৎকার হালকা ময়েশ্চারাইজার, যাতে রয়েছে বিশুদ্ধ ল্যাভেন্ডার জল যা ত্বকের জন্য থেরাপিউটিক এবং শান্ত করে। পুষ্টিকর ওট কার্নেল নির্যাস এবং উদ্দীপক নেরোলি তেল ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
৫. দ্য বডি শপ হোয়াইট মাস্ক স্মোকি রোজ বডি লোশন: এই সুন্দর লোশন আপনার ত্বককে রেশমী-নরম করে তোলে। ত্বককে সারা দিন সজীব রাখতে এটি পুরোমাত্রায় সক্রিয় থাকে। এতে আসে ঝলসানো গোলাপেপ পাপড়ির নির্যাস, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।
৬. খাদি মেঘদূত পাপায়া অ্যান্ড অ্যালো ভেরা মিক্স ফ্রুট বডি লোশন: এতে কোনও কৃত্রিম কেমিক্যাল নেই। এতে আছে পেঁপে, আম, লেবু, অ্যালো ভেরা এবং কমলালেবুর নির্যাস। শীতকালে তৈলাক্ত ত্বকের দেখভালে এটি সুন্দরভাবে কাজ করে এবং সহজেই মিশে যায় বলে লাগাতেও সমস্যা হয় না।এটি ত্বকের রঙ ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকে ফুসকুড়ি হওয়া থেকেও রক্ষা করে।
লোশন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে
এটি ত্বককে পুষ্ট রাখতে ব্যবহার করা হয়।
তবে জেনে নিলেন তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট ৬ টি বডি লোশন। অবশ্যই ভালো ফল পেতে চাইলে ব্যবহার করুন। এবং ত্বককে সুন্দর ও কোমল করে তুলুন।
Also read,
Moni Sarkar

Leave a Comment

Recent Posts

Kojagari Laxmi Puja Samagri List In Bengali: কোজাগরী লক্ষী পূজার সামগ্রী

Kojagiri Purnima 2024: মা লক্ষ্মী হলো ধনদেবী, আশ্বিন মাসে দুর্গা পূজার পর মা লক্ষ্মীর আরাধনা…

2 days ago

লক্ষ্মী ঠাকুরের মুর্তি ছবি, পিকচার 2024 – Lakshmi Thakur Photo,Pic,Images Hd

Kojagiri Purnima 2024: মা লক্ষ্মী হলো ধনদেবী, আশ্বিন মাসে দুর্গা পূজার পর মা লক্ষ্মীর পুজো…

2 days ago

Kojagari Puja 2024: ১৬ নাকি ১৭ অক্টোবর? এ বছরের লক্ষ্মীপুজো কবে ? জানুন

Kojagiri Laxmi Purnima 2024: কোজাগরী শব্দটি এসেছে 'কো জাগর্তি' থেকে, যার অর্থ 'কে জাগে'। বলা…

2 days ago

লক্ষ্মী পূজার মন্ত্র pdf, নিয়মাবলী,পদ্ধতি

Laxmi Thakur Photo: দুর্গা পূজা শেষ হতেই প্রত্যেক বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মীপুজোর…

2 days ago

Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ

দুর্গা পূজা শেষ হতেই প্রত্যেক বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মীপুজোর তোড়জোড়। দশমী, বিজয়ার…

3 days ago

Lakshmi Puja Rangoli Designs: লক্ষী পুজোর সহজ আলপনা ডিজাইন

Laxmi Yantra Rangoli: বছর ঘুরে আবার এলো লক্ষীমা…. সকলের বাড়িতে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুজো। বাড়ির মঙ্গলের…

3 days ago