শীতকালে বিয়েবাড়ি? সকলের নজর কারুন লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরে

আবহাওয়া ইতিমধ্যেই জানান দিচ্ছে শীত পরে গেছে,,আর শীতকাল মানেই তো বিয়ের মরসুম

কিন্তু শীতকালে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ শুনলে মেয়েরা পোশাক নিয়ে বেশ খানিকটা চিন্তায় পড়ে যান, 

কারণ সুন্দর মেকআপ করে যদি শাড়ির সঙ্গে সোয়েটার পরতে হয়, তা হলে তা পুরো সাজেরই শেষ

তাই শীতকালে মেয়েরা বিয়ে বাড়িতে ঠিক কী ধরনের পোশাক পরবেন তার জন্য রইল কিছু টিপস্।

এখন বেড়িয়ে গেছে লেহেঙ্গা স্টাইলে শাড়ি,, যা দেখতে স্মার্ট ও অসাধারণ লাগে।।

এই ধরনের সাজ একটু ভারী হয়। তার পাশাপাশি দেখতেও লাগে বেশ।।

তাই শীতকালেই বিয়ের অনুষ্ঠানে এই ধরনের শাড়িগুলি পরতে পারেন। এই শাড়িগুলিতে আপনাকে যেমন আকর্ষণীয় দেখাবে।

যদি বিয়েবাড়িতে নিজেকে ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠতে চান তা হলে অবশ্যই পরুন।।

মুখের কালো দাগের সমস্যায় ভুগছেন? মুখের ত্বকে এই ধরনের কালো দাগ রেখে যায় ??