বিয়ের জন্য ত্বকের প্রস্তুতি - নতুন কনেদের ক্ষেত্রে CTM রুটিন মেনে চলা খুবই জরুরি।ক্লিনিং, টোনিং এবং ময়শ্চারাইজিং।

 ব্রাইডাল স্কিন কেয়ার কি -শীতের রুক্ষ, শুষ্ক আবহাওয়া দূর করতে ত্বকে ক্রিম, ময়শ্চারাইজার ইত্যাদি ম্যাসাজ করতে হবে।

বিয়ের জন্য কোন ফেসিয়াল ভালো -ত্বকে ভালভাবে স্ক্রাব করা প্রয়োজন। অর্থাৎ স্কিন এক্সফোলিয়েশন প্রয়োজন। এর ফলে ত্বকের মরা কোষ এবং জমে থাকা ময়লা দূর হবে। কালচে ভাব দূর হয়।।

ব্রাইডাল গ্লো করার জন্য কোন ফেসিয়াল ভালো–

বিয়ের আগে কতবার ফেসিয়াল করা উচিত প্রতি মাসে একবার করা ভালো।। 

 বিয়ের আগে প্রচুর কাজকর্ম থাকে কনেদের। সেক্ষেত্রে সবসময় হয়তো সঠিকভাবে বিশ্রাম হয় না। কিন্তু রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

সঠিকভাবে ঘুম না হলে চোখের তলায় ফোলাভাব লক্ষ্য করা যায়।

ত্বক সুন্দর রাখার জন্য আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। আর সেই জন্য সঠিক পরিমাণে জল খেতে হবে। 

অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি, বাইরের খাবার বিয়ের আগে কদিন এড়িয়েই চলাই ভাল। 

 যাদের অয়েলি স্কিন, তাঁরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন।