Spread the love

অমসৃণ ত্বকের সমস্যার সমাধান – Solution To The Problem Of Uneven Skin

IMG_20220420_163651-1650452832379 অমসৃণ ত্বকের সমস্যার সমাধান - Solution To The Problem Of Uneven Skin

শুষ্ক ত্বকের সমস্যা ও সমাধান


বাড়ছে গরম তার সাথে বাড়ছে দূষণ এর মাত্রাও। দূষণ ও গরমের আক্রমণে ত্বকের হাজারো সমস্যা নিয়ে কমবেশি সকলেই ভুগতে হয়। বিশেষ করে, যাঁদের মুখে রোমকূপ তাঁদের সমস্যা আরও। শরীরে হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে রোমকূপ বড় হয়ে যায়। এর ফলে ত্বক তৈলাক্ত দেখায়। ও হয়ে যায় ত্বক অমসৃণ ।।।রোমকূপগুলিতে ধুলো ময়লা জমে ত্বকের বারোটা বাজে। ত্বকে বয়সের ছাপ পড়ে তাড়াতাড়ি।


রোমকূপ সংক্রান্ত সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি অনুসরণ করে চললে সহজেই আপনার ত্বক এর অমসৃণ ভাব চলে যাবে।।

** ১ টেবিল চামচ তিলের তেল, এবং দুই টেবিল চামচ বাদাম তেল একটি শিশিতে ঢেলে খুব ভাল করে মিশিয়ে নিন। আপনার ঘরোয়া ‘ফেস ক্লিনজার’ তৈরি।


এবার এটি কয়েক ফোঁটা তেল হাতে নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এ বার কয়েক মিনিট মিনিট ধরে ভালো ভাবে মুখে ম্যাসাজ করে লাগান। এর পর ফেসওয়াশ দিয়ে ভাল করে ত্বক পরিষ্কার করে নিতে হবে।


মুখে ফেসওয়াশ লাগিয়ে ২ মিনিট ধরে মালিশ করুন। মুখ ধোয়ার সময়ে প্রথমে হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। গরম জলের বদলে ঠান্ডা বরফ জলে মুখে ধুয়ে নিতে পারেন। সপ্তাহে ৩ দিন করলে দূর হবে এর সমস্যা।


IMG_20220420_163611-1650452850048 অমসৃণ ত্বকের সমস্যার সমাধান - Solution To The Problem Of Uneven Skin

শুষ্ক ত্বকের সমস্যার মোকাবিলা করার জন্য ঘরোয়া সমাধান

IMG_20220420_163622-1650452840574 অমসৃণ ত্বকের সমস্যার সমাধান - Solution To The Problem Of Uneven Skin


এমনকি আপনারা


**নিমপাতা (Neem Leaves) ও তুলসী পাতা (Tulsi Leaves) এক সঙ্গে বেটে নিয়ে সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। নিমপাতা ও তুলসী পাতায় থাকা একাধিক উপাদান ব্রণ দূর করে। তার সাথে দুর করবে আপনার ত্বকের অতিরিক্ত তেল ভাব।। ও ত্বক অমসৃণ দেখাবে না।।

**সকাল আর সন্ধেবেলা তাজা অ্যালো ভেরা জ্যুস মাসাজ করুন মুখে। তার পর তা লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। তাতে ত্বক আর্দ্র থাকার পাশাপাশি পোরসের আকারও ছোটো থাকবে। দশ মিনিট পর আপনি যখন মাস্ক জল দিয়ে ধুয়ে ফেলবেন, তখন সরে যাবে সব ময়লা।।।


Tags – Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *