Spread the love


অয়েলি স্কিনের সমস্যা ও ঘরোয়া উপায়ে দ্রুত সমাধান, টিপস – Oily Skin
Problems & Solutions

Oily%2BSkin%2BProblems_3531 অয়েলি স্কিনের সমস্যা ও ঘরোয়া উপায়ে দ্রুত সমাধান, টিপস - Oily Skin Problems & Solutions

অয়েলি স্কিনের সমস্যা ও ঘরোয়া উপায়ে দ্রুত সমাধান

অয়েলি স্কিন নিয়ে নানান সমস্যার সমাধান এর কিছু টিপস নিয়ে চলে এসেছি।
দেখে নিন এই সমস্যার সমাধান।।
শীত এর সময় শেষ হয়ে এসেছে বাড়ছে তাপমাত্রা। আর তাপমাত্রা বেড়ে যাওয়া মানে
প্যাঁচ প্যাঁচে গরম। আর এই গরম এ আমাদের মুখ হয়ে ওঠে দাগ যুক্ত তৈলাক্ত।
বিভিন্ন রকমের সাবান ফেসওয়াশ ব্যবহার করলে কিছুক্ষনের জন্য মুখ পরিষ্কার
লাগলেও একটু পড়েই বাইরে বেরোলে তেল ছিপছিপে মুখ হয়ে যায়।। কিছু উপায় আছে যা
মেনে চললে আপনাদের তৈলাক্ত ত্বক থেকেমুক্তি পাবেন।।

মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়

অয়েলি স্কিনের জন্য ক্লিনজিং, টোনিং ও ময়েস্চারাইজিং নিয়মিত প্রয়োজন। এগুলো
গুরুত্ব পূর্ণ।। ক্লিনজিং এর জন্য পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন।
টোনিং এর জন্যে গ্রিন টি ব্যাগ হালকা গরম জল দিয়ে ব্যাবহার করতে পারেন। এবং
ময়েস্চারাইজিং এর জন্যে অবশ্যই শসার রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে ১০/১৫ মিনিট
রেখে ধুয়ে ফেলুন এতে তৈলাক্ত ভাব দূর হবে এছাড়াও ফেস এর উজ্জ্বলতা বাড়ায়।

তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়

ফেস কে কখনো নোংরা ভাব রাখবেন না।। দিনে ঠান্ডা জল দিয়ে ৬/৭ বার করে মুখ
ধোবেন। সাবান ব্যবহার না করাই ভালো।কখনই স্কিনের ওপর বেশি ঘষাঘষি করবেন না তাতে
করে মুখের স্কিনে প্রেসার পরে। মুখের স্কিন খুব নরম ও পাতলা হয়।
নিয়মিত এলোভেরা দিয়ে মুখ পরিষ্কার করলে অনেক টা মুখের তেলভাব দূর হয়ে যায়।

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার উপায়

IMG_20210921_225241 অয়েলি স্কিনের সমস্যা ও ঘরোয়া উপায়ে দ্রুত সমাধান, টিপস - Oily Skin Problems & Solutions

চন্দনের গুণাবলী অনেক রয়েছে। চন্দনের সাথে দু চামচ গোলাপ জল মিশিয়ে মুখে
লাগান। অনেক উপকার পাবেন।
গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে ৩০ মিনিট ধরে রেখে দিন একটু পর ধুয়ে ফেলুন দেখবেন
ব্রণের দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সহজে তেল ভাব দূর
করে।।।
এই উপকরণ গুলো ফলো করুন এবং তৈলাক্ত মুখ থেকে রক্ষা পান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *