Spread the love

অষ্টমীর চুলের সাজ – Ashtami Hair Style

অষ্টমী মানে সব মেয়েদের মনে হাজার রকমের চিন্তাভাবনা থাকে , মেকআপ থেকে শুরু করে শাড়ির রং ব্লাউজের ডিজাইন চুলের স্টাইল , সব মেয়েরাই এখন খেতে বসতে উঠতে ঘুমোতে সবকিছুতেই সারাক্ষণ ভাবতে থাকে ,,, হাহাহা।।। কারণ প্রত্যেকটা বাঙালি মেয়েদের মধ্যেই অষ্টমী মানে একটি সাজগোজ চিন্তাভাবনা থাকে,, ভালোবাসার মানুষ কিংবা প্রিয়জন হোক বা বন্ধু বান্ধবী হোক তাদের সামনে নিজেকে হাজার রকমের সুন্দরভাবে সাজিয়ে তোলা সব বাঙালি মেয়েদেরই স্বপ্ন।। এবার কথা হচ্ছে শাড়ি ব্লাউজ আর মেকআপ পারফেক্ট হলে কিন্তু চুলের সৌন্দর্য ছাড়া কিন্তু আপনার মেকআপ বা আপনার সাজ কখনোই পরিপূর্ণতা লাভ করবে না তাই আপনাকে চুলের সাজটাও ঠিকভাবে মেইনটেইন করতে হবে,, অনেক মেয়েদেরই প্রশ্ন যে আমরা চুলের সাজ কেমন দিলে আমাদের ভালো লাগবে তো তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে

১/ সিম্পল খোপা – সিম্পল খোপা বেঁধে নিয়ে,,



b5198a9a2fa964064e60c3772b4b5826-1661581828831 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style

অষ্টমী স্পেশাল হেয়ার স্টাইল


সামনে এক সাইডের থেকে লক্স বের করে নিন।

২/ পাফ করা খোলা চুল – খোলা চুলে সাম্নের দিকে জাস্ট পাফ করে এরকম ভাবে চুল সেট করে নিন।




messy-bun-hairstyles_mobilehome_1-1661581827904 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style

অষ্টমীতে যেভাবে চুল বাধবেন


৩/ এলোমেলো চুল বাঁধা – মাঝখান থেকে সিঁথি কেটে নিয়ে নর্মাল পনিটেল বেঁধে নিন।


287555804_139295048425072_1558458478056912311_n-1661581828548 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style




৪/ কোঁকড়ানো চুলে খোপা- চুল যাদের কোঁকড়ানো তাদের শুধু খোপা করে সামনে থেকে লক্স বের করে নিতে হবে। আর যাদের চুল কোঁকড়ানো না, তারা উপরে শুরুতে যেভাবে কার্লি করে নিতে বলেছিলাম সে ভাবে কার্লি করে খোপা করে নিন।


অষ্টমীর কিছু ট্রেন্ড হেয়ার স্টাইল


ফ্রেঞ্চ ব্রেড:

এই ধরনের চুলের বিনুনি উৎসবের সাজের সঙ্গে দারুণ মানায়। চুলের সামনেট দু’ভাগে ভাগ করে ফ্রেঞ্চ ব্রেড করতে পারেন।

খোঁপায় ফুল:

শাড়ি পরে অনেক ঘুরোঘুরি করবেন।এক্ষেত্রে চুল পরিপাটি করে বেঁধে খোঁপা করে নেওয়াই ভালো। সে ক্ষেত্রে খোঁপায় বেলী বা জুইয়ের মালা লাগাতে পারেন। এখন অবশ্য পুরো খোঁপাজুড়ে ফুল লাগানোর ট্রেন্ড রয়েছে।



strings-1661581828061 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style



ব্রেডেড বান:

সন্ধেবেলা কোনো বন্ধুর বাড়িতে জমিয়ে আড্ডা। তা হলে সালোয়ার বা পালাজোর সঙ্গে চলবে একটু এলোমেলো খোঁপা। সামনে দু’ভাগে ভাগ করে বিনুনি করুন। তার পর বাকি চুল দিয়ে খোঁপা করে নিন।




simple-khopa-hairstyle-2-1661581827636 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style


ফিশটেইল ব্রেইড:

লম্বা চুলে স্বচ্ছন্দ এবং খুব বেশি এক্সপেরিমেন্ট না করতে চাইলে দিব্যি কাজ চালিয়ে নিতে পারেন। গোড়া থেকে আলগা বিনুনি করে নিন একেবারে নিচে পর্যন্ত। চাইলে মাথার মাঝখান থেকেও বিনুনি করা যায়।

দুর্গা পুজোর হেয়ার স্টাইল


ছাড়া চুল – যাঁদের চুল একদম স্ট্রেট তাড়া অবশ্যই ছেড়ে দিন,, সুন্দর লাগবে।।।।

prothomalo-bangla_2020-09_c39eb521-7cd0-4d33-8571-97cdc89b1be0_hair_ed_1-1661581828397 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style



কিংবা মাঝখানে সীতি করে কানের দুপাশে চুল গুলো গুজে দুপাশে পিন লাগিয়ে পিছনে ছেড়ে দিন,, এতে আপনার লুক স্মার্ট লাগবে।।


Tags – দুর্গা পুজোর হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *