Spread the love

অষ্টমীর বা নবমীর দুপুরের হোক হাল্কা মেকআপ – Be It The Afternoon Of Ashtami Or Navami, Light Makeup


এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছেন এ বছর পুজোয় দাপটে রাজত্ব করতে চলেছে ন্যুড মেকআপ! একদম হালকা গোলাপি আভাযুক্ত শ্বেতপাথরের মতো শেড থেকে শুরু করে গাঢ় বাদামিরঙা বা সোনালি মধুর উষ্ণতা মাখা শেড, সবই রয়েছে সেখানে। এর মধ্যে থেকেই আপনাকে খুঁজে নিতে হবে সেই শেডটি যা নিখুঁতভাবে মিশে যাবে আপনার ত্বকের সঙ্গে।


IMG_20220904_200920-1662302372138 অষ্টমীর বা নবমীর দুপুরের হোক হাল্কা মেকআপ - Be It The Afternoon Of Ashtami Or Navami, Light Makeup

দুর্গা পুজোতে অষ্টমী নবমীর সাজ কেমন হবে, দেখে নিন



অনেক আগে থেকেই মেকআপ বা ফ্যাশনের জগতে “ন্যুড” শব্দটি ব্যবহার করা হয়ে আসছে। ন্যুড মেকআপ, ন্যুড লিপস্টিক, ন্যুড নেইলপলিশ, ন্যুড আইশ্যাডো ইত্যাদি আমাদের কাছে বহুল পরিচিত শব্দ। ন্যুড শুধুমাত্র একটি কালার নয়। ন্যুডকে বেইজ কালারের ভেরিয়েশন বলা হয়।


পুজোয় সেজে উঠুন হাল্কা মেকাপে


আমাদের প্রত্যেকের স্কিনটোন আলাদা হওয়ার ফলে, প্রত্যেকের জন্য পারফেক্ট ন্যুড কালারও আলাদা। কিন্তু আপনার জন্য পারফেক্ট ন্যুড মেকআপ কী রকম হবে? চলুন জেনে নেই কিভাবে খুঁজে পাবেন, ত্বকের ধরন অনুযায়ী পারফেক্ট ন্যুড মেকআপ


নিজের ত্বকের আন্ডারটোন চিনুন

গালের উপরের নরম অংশ আর দুই ভুরু মাঝের অংশের ত্বক খুব ভালো করে খেয়াল করুন। যদি সামান্য নীলচে আভা লক্ষ করেন, তা হলে আপনার ত্বকের আন্ডারটোন শীতল বা কুল। কিন্তু যদি সোনালি বা হলদেটে বলে মনে হয়, তা হলে বুঝতে হবে ওয়ার্ম আন্ডারটোন।


কেমন হবে পূজার অষ্টমীর বা নবমীর দুপুরের সাজ

সঠিক শেড বেছে নেওয়ার উপায়

ত্বকের তেলের সংস্পর্শে এলে ফাউন্ডেশনের রং আরও গাঢ় হয়ে যায়। আপনার মেকআপও যদি কিছুক্ষণ পর কালচে হয়ে যাচ্ছে বলে মনে হয়, তা হলে এক শেড হালকা ফাউন্ডেশন পরুন।


ন্যুড ঠোঁটের রহস্য

মনের মতো লিপস্টিকের শেড পাচ্ছেন না? ফাউন্ডেশনের সাহায্য নিন। ন্যুড ফাউন্ডেশন দিয়ে ঠোঁটের আউটলাইন এঁকে নিন, তারপর হালকা গোলাপি লিপগ্লস পরে নিন। তাতে মুখ একদম ফ্যাকাসে দেখাবে না।


পুজোর সাজ


অনেক সময়ই আমরা আমাদের পারফেক্ট ন্যুড লিপ কালার খুঁজে পাই না। এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে আপনার ফাউন্ডেশন। এজন্য, প্রথমে আপনার ঠোঁটকে লিপলাইনারের সাহায্যে লাইন করে নিন। এবার আপনার স্কিনের সাথে ম্যাচ করে এমন ফাউন্ডেশন ঠোঁটে ড্যাব করে অ্যাপ্লাই করুন।


গালের রং

খুব হালকা গোলাপি বা পিচরঙা ব্লাশ ব্যবহার করুন। ত্বকের স্বাভাবিক রঙের চেয়ে দু’ শেড গাঢ় প্রেসড পাউডার ব্যবহার করলেও গালে হালকা রঙের আভা আসবে।



IMG_20220904_200909-1662302371818 অষ্টমীর বা নবমীর দুপুরের হোক হাল্কা মেকআপ - Be It The Afternoon Of Ashtami Or Navami, Light Makeup

অষ্টমী ও নবমীর হাল্কা মেকাপে নিজেকে ফুটিয়ে তুলুন



আইলাইনার – Eye Liner

চোখের মেকআপ করার জন্য আইলাইনার একটি অত্যন্ত জরুরি প্রোডাক্ট. চোখের শেপকে আরো সুন্দর করতে এর তুলনা হয়না. আইলাইনার দিয়ে নানারকমের স্টাইলে চোখ আঁকা যায়, যা প্রতিবার আপনাকে এক একটা নতুন লুক দেয়. আপনি লিকুইড কিংবা পেন্সিল লাইনার ব্যবহার করতে পারেন।

মাস্কারা – Mascara

সুন্দর লম্বা ঘন চোখের পাতা পাওয়া সব মেয়েরই আকাঙ্খা. মাস্কারা আপনার সেই ইচ্ছেটাই পূরণ করতে সাহায্য করে. আপনার চোখের পাতা যাতে ঘন দেখায় তার জন্য সঠিকভাবে মাস্কারা লাগাতে হবে।

কনসিলার লাগাতে ভুলবেন না

ত্বকের স্বাভাবিক রঙের চেয়ে একটু হালকা শেডের কনসিলার দিয়ে দাগছোপ ঢেকে দিন। দাগের ঠিক উপরে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে ফিনিশিং পাউডার দিয়ে সেট করে দিন।


আমরা অনেকেই আছি, হাইলাইটিং কনসিলারটি দিয়েই দাগ ঢাকার চেষ্টা করি। আর এই কাজটি করার ফলে আমাদের দাগগুলো আরো বেশি করে ফুটে উঠে এবং দেখতে কালচে লাগে। এজন্য, দাগ ঢাকতে অবশ্যই ফাউন্ডেশন ব্যবহারের আগে ১ শেইড ডার্ক কনসিলার নিয়ে দাগের উপর লাগান।


ন্যুড মেকআপের জন্য এক্সট্রা কিছু টিপস

ন্যুড মেকআপ সবসময় দেখতে ন্যাচারাল লাগে। তাই বেইজ ও ন্যাচারাল এবং ব্লেন্ডেড হওয়া চাই।

বেইজ মেকআপের পর একটি বিউটি স্পঞ্জে সেটিং স্প্রে নিয়ে, স্পঞ্জটি দিয়ে পুরো ফেইসে ড্যাব করে নিন।

ফাউন্ডেশনের সাথে লিকুইড ইল্যুমিনেটর মিক্স করে ফেইসে লাগান। এতে করে বেইজটা গ্লোয়ি এবং ন্যাচারাল লাগবে। মেকআপে ক্রিজিং এড়াতে প্রথমে ফেইসের স্মুদ জায়গাগুলোতে ফাউন্ডেশন লাগান। এরপর বাকি অংশে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিন।



Tags – কেমন হবে পূজার অষ্টমীর বা নবমীর দুপুরের সাজ ,,
পুজোর সাজ,, মেকাপ টিপস্,, ফ্যাশন টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *