Spread the love

আই ক্রিম কেনার আগে এই বিষয় গুলি থেকে সর্তক হোন – Be Aware Of These Things Before Buying An Eye Cream

দিনের অনেকটা সময়ে কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। ঠিকঠাক ঘুমও নেই? ক্লান্তি জমতে জমতে তো চোখের চারপাশের অংশে একটা কালো ছাপ পড়েই গিয়েছে। বয়সের ছাপ সবার আগে ধরা দেয় চোখের কোলে। সূক্ষ্ম রেখা, , চোখের কোলে ফোলাভাব জানান দেয় বয়স হল। আবার অনেক সময় অনিয়মিত জীবন, ঘুমের অভাব, স্ট্রেসজনিত কারণও ছাপ রেখে যায় চোখের কোলে। চোখের নিচের ত্বক অত্যন্ত সংবেদনশীল আর পাতলা হওয়ার কারণে সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিম দিয়ে এ সব সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। তার জন্য দরকার আন্ডার আই ক্রিমের বিশেষ যত্ন।


IMG_20220721_194513-1658412923415 আই ক্রিম কেনার আগে এই বিষয় গুলি থেকে সর্তক হোন - Be Aware Of These Things Before Buying An Eye Cream
আই ক্রিম কেনার আগে এই উপাদানগুলি আছে কি না দেখে নিন


আপনার চোখ-এর চারপাশের ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। তাই প্রয়োজন আই ক্রিম ব্যবহার করার। কিন্তু আই ক্রিম ব্যবহার করার সময়ও আপনাকে একটু সতর্ক থাকতে হবে।


খেয়াল রাখতে হবে এইসব উপাদান যেন আপনার আই ক্রিমে অবশ্যই থাকে।

আই ক্রিমে (eye cream) কী কী উপাদান থাকবে

রেটিনল – চোখের নীচের অংশের ত্বক ভাল রাখার জন্য রেটিনলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়তে দেয় না। অর্থাৎ ত্বকের তারুণ্য বজায় রাখে। এক বা দুমাসের মধ্য়েই আপনি ফল দেখতে পাবেন।


হায়ালুরনিক অ্যাসিড – ত্বককে আর্দ্র রাখে হায়ালুরনিক অ্যাসিড। আপনি সারা বছরও এটি ব্যবহার করতে পারেন। আপনার স্কিন কেয়ার রুটিনে অবশ্য়ই রাখতে পারেন। কিন্তু শীতকালে এর উপকারিতা যেন আরও বেশি। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে এই হায়ালুরোনিক অ্যাসিড। এই অ্যাসিড পরিবেশ থেকে আর্দ্রতা টেনে আপনার ত্বককে ময়শ্চারাইজ করে তোলে।


আন্ডার আই ক্রিম ব্যবহার এর সমস্ত টিপস্


ভিটামিন সি – চোখের চারপাশে কালচে দাগ বা ডার্ক সার্কল তোলার জন্য় এই উপাদান খুবই কার্যকরী। আপনিও ব্যবহার করতে পারেন ভিটামিন সি। ত্বকের জেল্লা ধরে রাখে ভিটামিন সি। ত্বক থাকে উজ্জ্বল ও কোমল। ত্বকে যদি কোনও সমস্যা থাকে তাহলে ভিটামিন সি প্রথম সমাধান। স্কিনটোন ঠিক রাখে।

কেন ব্যবহার করবেন আন্ডার আই ক্রিম?

আগেই বললাম, চোখের নিচের ত্বক অত্যন্ত সংবেদনশীল। আমাদের দৈনন্দিন রুটিনে সামান্য হেরফের হলেই সে ছাপ সবার আগে ধরা পড়ে চোখের নিচে। বলিরেখা, ডার্ক সার্কল, বিবর্ণভাব কমিয়ে ত্বকে পুষ্টি জোগায় আন্ডার আই ক্রিম।

কীভাবে বাছবেন আপনার উপযুক্ত আন্ডার আই ক্রিম?

দিনের বেলায় সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত আই ক্রিমই ব্যবহার করা উচিত। অন্তত এসপিএফ ৩০ যুক্ত আই ক্রিম বাছুন। এজ স্পট বা অন্যান্য দাগছোপ কমাতেও এসপিএফ যুক্ত আই ক্রিম খুব কাজের। কোনও কারণে চোখের নিচের ত্বক ক্ষতিগ্রস্ত হলেও তা কমাতে পারে আন্ডার আই ক্রিম।


ব্যবহার করার নিয়ম

খুব হালকা হাতে সাবধানতার সঙ্গে আই ক্রিম মাখতে হবে। সতর্ক থাকবেন ক্রিম যেন চোখে ঢুকে না যায়, কারণ তাতে চোখ লাল হয়ে জ্বালা করতে পারে। আই ক্রিম মাখার আগে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন। খুব অল্প ক্রিম অনামিকার ডগায় নিয়ে আলতোভাবে চোখের নিচের কোলে লাগিয়ে নিন।


IMG_20220721_194503-1658412923679 আই ক্রিম কেনার আগে এই বিষয় গুলি থেকে সর্তক হোন - Be Aware Of These Things Before Buying An Eye Cream


কোন বয়স থেকে আন্ডার আই ক্রিম ব্যবহার করবেন?

তিরিশে পা দেওয়ার ঠিক আগে থেকেই আন্ডার আই ক্রিম ব্যবহার করতে পারেন স্বচ্ছন্দে। রাতে শুতে যাওয়ার ১৫ মিনিট আগে ক্রিম লাগান। তেমনি ঘুম থেকে ওঠার পরেও লাগাতে পারেন।

আই ক্রিমেই কি চোখের কোলের সব সমস্যা দূর হবে?

আই ক্রিম দিয়ে চোখের কোলের কালি, ফোলাভাব, বলিরেখা কমানো সম্ভব। কিন্তু শুধু আই ক্রিম দিয়ে স্থায়ী সমাধান খুঁজতে গেলে ভুল করবেন। সবার আগে দরকার সমস্যার মূল কারণগুলোকে উচ্ছেদ করা। রাতে ভালো করে ঘুমোন, মন শান্ত রাখুন, চেষ্টা করুন যথাসম্ভব চাপমুক্ত থাকতে। রোদে বেরোনোর সময় সানগ্লাস আর ছাতা ব্যবহার করুন। ত্বক সুস্থ থাকবে, চোখও হয়ে উঠবে উজ্জ্বল, সতেজ!




Tags – Beauty Tips Skin Care Skin Tips Eye Cream

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *