Spread the love

আপনার শরীরে কি থাইরয়েডের সমস্যা বাড়ছে কিভাবে বুজবেন দেখুন – See How To Understand If Thyroid Problem Is Increasing In Your Body


থাইরয়েড হল আমাদের স্বরযন্ত্রের দু’পাশে থাকা একটি বিশেষ গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির কাজ হল আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করা। শরীরের জন্য এই থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। থাইরক্সিনের হওয়ার আগেই জেনে নিন কী ভাবে বুঝবেন আপনার থাইরয়েড গ্রন্থি ঠিকঠাক কাজ করছে কি না।


IMG_20220810_153357-1660125847063 আপনার শরীরে কি থাইরয়েডের সমস্যা বাড়ছে কিভাবে বুজবেন দেখুন - See How To Understand If Thyroid Problem Is Increasing In Your Body

আপনার শরীরে কি থাইরয়েডের সমস্যা বাড়ছে? বুঝে নিন এই লক্ষণগুলি দেখে


স্বাস্থ্যকর রুটিন মেনে চলা সত্ত্বেও অনেকটা ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। থাইরক্সিন বিপাকে সাহায্য করে। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ওজন কমে যায়।


থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিসম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিসম। দেখে নেওয়া যাক থাইরয়েডের সমস্যার প্রাথমিক লক্ষণগুলি…


ওজনে পরিবর্তন: হঠাৎ করেই কোনও কারণ ছাড়া ওজন বেড়ে যাওয়াটা হাইপোথাইরয়েডিসমের ফলে হতে পারে। খাওয়ার পরিমাণ না বাড়ানো সত্ত্বেও হঠাৎ করে ওজন পরিবর্তিত হলে থাইরয়েড হরমোনের পরীক্ষা করানো উচিত।


অতিরিক্ত দুশ্চিন্তা: সারাক্ষণ অতিরিক্ত দুশ্চিন্তা হাইপারথাইরয়েডিসম-এর লক্ষণ হতে পারে। হাইপারথাইরয়েডিসম হল শরীরে প্রয়োজনের চেয়ে বেশি থাইরয়েড হরমোন তৈরি হওয়া।


আপনার শরীরের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন থাইরয়েড হয়েছে কি না


চুলের সমস্যা: হাইপোথাইরয়েডিসম হলে অতিরিক্ত চুল পড়া, চুলের বৃদ্ধি কমে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয়। থাইরয়েড হরমোনের স্বল্পতা বা আধিক্য, দুটিই শরীরের জন্য ক্ষতিকর।


অবসন্নতা: নিয়মিত শরীর অবসন্ন লাগার একটি অন্যতম কারণ হতে পারে হাইপোথাইরয়েডিসম। হাইপো থাইরয়েডিসম হল শরীরের প্রয়োজনের তুলনায় কম থাইরয়েড হরমোন তৈরি হওয়া।


ত্বকের উপর প্রভাব: হাইপোথাইরয়েডিসমের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। হাইপোথাইরয়েডিসমের কারণে ঘাম কম হয় এবং ত্বক তার প্রয়োজনীয় আদ্রর্তা পায় না।


গলার স্ফীতি: থাইরয়েড হরমোনের অভাবে অর্থাৎ হাইপোথাইরয়েডিসমের কারণে গলা ফুলে উঠতে পারে।


তেমন কোনও কারণ ছাড়াই যদি আপনার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় বুঝবেন থাইরয়েড গ্রন্থির সমস্যাও এর কারণ হতে পারে।


ঘাড়ে , গলায় যন্ত্রণা তো হামেশাই হয়ে থাকে। অনেক সময়ই তা থাইরয়েডের জন্য হতে পারে। তাই অবহেলা কা উচিত নয়।


অনেকেই আছেন যাঁরা থেকে থেকেই ক্লান্ত হয়ে পড়েন। কোনও কাজে এনার্জি পান না। এটাও কিন্তু থাইরয়েড হরমোনের হেরফেরে হতে পারে।


বিনা কারণে রেগে যাওয়া কিংবা চুপচাপ হয়ে বসে থাকা বা কোনও কিছুই ভাল না লাগলে জানবেন সেই পুরুষ বা মহিলাটি অবসাদে ভুগছেন। এর জন্য দায়ী থাকতে পারে থাইরয়েডও।


যাঁদের ঠান্ডা বেশি লাগে বা যাঁরা ঠান্ডা কিছুই খেতে পারেন না, অবহেলা না করে তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

খাবার ঠিক হজম হয় না। যেকোন খাবার খাচ্ছেন গলায় কষ্ট হতে পারে।

Tags:


Life StyleThyroid

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *