Spread the love

আলু-পটল দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু রেসিপি – How To Make A Delicious Recipe With Potatoes

IMG_20220613_151526-1655113570703 আলু-পটল দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু রেসিপি - How To Make A Delicious Recipe With Potatoes

অতি সুস্বাদু আলু পটল-এর নিরামিষ রেসিপি

অনেকে আলু পটলের রসা আবার চিংড়ি পটল খেতে পছন্দ করেন কিন্তু যেদিন আপনার বাড়িতে সপ্তাহে একদিন নিরামিষ খেতে হবে সেদিন আপনি পেঁয়াজ রসুন ছাড়া কিংবা চিংড়ি মাছ ছাড়া কিভাবে আলু পটল দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করতে পারবেন সেটিই আজকে আমরা জানাবো চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ হলেও এই রান্নার স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে । তাই একবার তৈরী করলেই বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি কিসের! ঝটপট রেসিপি দেখে আজই বাড়িতে তৈরী করে ফেলুন স্পেশাল নিরামিষ আলু পটল ।।


IMG_20220613_151544-1655113562267 আলু-পটল দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু রেসিপি - How To Make A Delicious Recipe With Potatoes



আলু-পটল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

পটল

আলু

জিরে, মৌরি, ধনে, গোলমরিচ,

টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে বাটা

হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

সাদা জিরে, তেজপাতা,, দারুচিনি

ঘি, গরম মশলা

পরিমাণ মত নুন,সামান্য চিনি


সেরা সুস্বাদু আলু পটলের রসা রেসিপি


আলু-পটল তৈরির পদ্ধতিঃ

প্রথমে আলু পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর তাঁতে নুন ও হলুদ মিশিয়ে রেখে দিতে হবে।এবার কড়ায় পরিমাণ মত জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর ১ টো তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে নিন। গরম মশলাগুলোকে মিক্সিতে দিয়ে গুড়িয়ে নিলেই স্পেশাল মশলা তৈরী।এরপর কড়ায় তেল দিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা পটল ও আলু দিয়ে ভেজে তুলে রাখতে হবে। ভাজা হয়ে গেলে আলু পটল ভাজা হয়ে গেলে কড়ায় আবারও গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোঁড়ন দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে নিয়ে কড়ায় হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর চিনি মিশিয়ে ভালমতো কষিয়ে নিন।কষানো হয়ে গেলে তাতে অল্প জল দিয়ে মিক্স করে নিয়ে ভেজে রাখা পটল আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

কষানো হয়ে গেলে তৈরী করা গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মত গরম জল দিয়ে ৫-৭ মিনিট মত রান্না করতে হবে।৮ মিনিট পর ঢাকনা খুলে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে


IMG_20220613_151507-1655113579057 আলু-পটল দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু রেসিপি - How To Make A Delicious Recipe With Potatoes


ওপর থেকে আর ১ চামচ ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলেই তৈরী স্পেশাল নিরামিষ আলু-পটল। গরম গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু আলু পটল এর ঝোল খাবেন।


Tags – Recipe, Food, Bengali Recipe

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *