Spread the love

ওজন কমাতে ডায়েটে রাখবেন কোন শাক-সবজি দেখে নিন – See Which Vegetables To Keep In The Diet To Lose Weight

শরীরে ওজন বাড়লে শুধু সৌন্দর্য নষ্ট করে না, এর কারণে হতে পারে আপনার হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপের মতো অসুখও হয়। ডায়েট, শরীরচর্চা এগুলো মেদ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে এমন খাবার যা খেলে মেদ দূর হবে। মেদ কমাতে গেলে শুধু ব্যালান্স ডায়েট নয়, পাতে রাখতে হবে এমন কিছু সবজি, যা ক্যালোরি কমায়, হজমে সাহায্য করে ও মেদ ঝরায়।


IMG_20220726_202816-1658847505811 ওজন কমাতে ডায়েটে রাখবেন কোন শাক-সবজি দেখে নিন - See Which Vegetables To Keep In The Diet To Lose Weight

ওজন কমাতে ডায়েটে রাখবেন যেসব শাক-সবজি


শরীরের ওজন কমাতে পুষ্টিকর অথচ লো-ক্যালরির শাক-সবজি রাখতে হবে প্রতিদিনের ডায়েটে। এ ক্ষেত্রে কী কী খেতে পারেন দেখে নিন –


বাঙালির রান্নাঘরে লাউয়ের আনাগোনা থাকবেই। লাউ দিয়ে ডাল , তরকারি ভাজা ইত্যাদী বেশ খেতে লাগে।। এটা কি জানেন ওজন কমাতেও লাউয়ের জুড়ি নেই। আবার ফ্যাটস, কোলেস্টেরলের ঝামেলাও নেই। ১০০ গ্রাম লাউ থেকে মাত্র ১৫ ক্যালরি যায় শরীরে। এতে শরীরে জলের জোগানেও ঘাটতি পড়ে না।


শীতকালে সবার বাড়িতে ফুলকপি মাস্ট। মটরশুটি দিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া করেন বাঙালি। ওজন কমাতে ডায়েটেও রাখতে পারেন ফুলকপি। ১০০ গ্রাম ফুলকপি থেকে শরীরে মাত্র ২৫ গ্রাম ক্যালরি যায়। এতে পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন সি-ও থাকে।


বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে খাওয়ার চল রয়েছে । ওজন কমাতেও বাঁধাকপি রাখতে পারেন রোজকার ডায়েটে। ফুলকপির মতোই বাঁধাকপি খেলেও শরীরে নামমাত্র ক্যালরি যায়।


IMG_20220726_202759-1658847506098 ওজন কমাতে ডায়েটে রাখবেন কোন শাক-সবজি দেখে নিন - See Which Vegetables To Keep In The Diet To Lose Weight

ম্যাজিকের মত কম কমবে পেটের চর্বি, পাতে রাখুন এই সবজি


ওজন কামনোর কথা উঠলে সবার আগে শসার উপর নির্ভর করেন মানুষ। জল থাকে শসায়। ১০০ গ্রাম শশা খেলে শরীরে ১৫ ক্যালরি যায়।


প্রতিদিন ডায়েটে মাশরুম রাখলেও উপকার পাবেন। ১০০ গ্রাম মাশরুম খেলে মাত্র ২২ ক্যালরি যায় শরীরে। এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে।


কম ক্যালোরির খাবার ও মেদ কমাতে পারে এই দুই কারণেই মেদ ঠেকানোর খাবারে গাজর বেশ কার্যকর। ফাইবারে ঠাসা গাজরের রস নিয়ম মেনে খেতে পারলে কমবেই ভুঁড়ি। ওজন ঝরিয়ে চেহারাকে উজ্জ্বল করতে পারে এই খাবার।




Tags – Life Style Health Tips Lose Weight

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *