Spread the love

কথায় কথায় ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে সঙ্গী? কি করবেন – Is The Partner Threatening To Leave? what To Do

সম্পর্কে থাকলে সমস্যা দেখা দেয় খুবই স্বাভাবিক। কিন্তু সঙ্গী কথায় কথায় সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে,এক্ষেত্রে নিজের ভুল খুঁজে নিন, সঙ্গীর দোষও দেখুন। সবথেকে বড় কথা, বিষয়টি নিয়ে ভয় পাবেন না।একটি সম্পর্কে থাকলে নানা সমস্যা দেখা দিতেই পারে। কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে গিয়েই সম্পর্কে ভালো থাকতে হবে।


সম্পর্কে ভেঙে ফেলতে চাওয়ার হুমকি দিচ্ছে


আসলে সম্পর্কে থাকার সময় পারস্পরিক বোঝাপড়া ঠিক রাখতে হয়। এই বোঝাপড়ার উপর দাঁড়িয়েই সম্পর্ক বেঁচে থাকে। এক্ষেত্রে নিজেদের মধ্যে এমন কিছু ভুলত্রুটি হয়ে যায় যে এর থেকে বাইরে বেরনো সম্ভব হয় না। তখন সম্পর্কে থাকা অপরদিকের মানুষটি এই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু দেন। এমনকী সম্পর্ক ভেঙে ফেলার কথাও বলেন।


আসলে এই হুমকি দেওয়ার পিছনেও অনেক কারণ অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বিষয়টিকে ঠিকভাবে না নেন, তবে সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতেই হবে।


ভুল আপনার থাকতেই পারে। এক্ষেত্রে একই ভুল বারবার করলে সঙ্গী তো দূরে যাবেনই। তাই প্রথমে নিজের ভুল ধরার চেষ্টা করুন। নিজের ভুল শুধরে নিতে পারলেই অনেক সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।




Sad-Breakup-Dp-1657877593916 কথায় কথায় ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে সঙ্গী? কি করবেন - Is The Partner Threatening To Leave? what To Do

সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে বুঁজবেন কি করে



সেক্ষেত্রে তাঁর ভুল যে কোথায় হচ্ছে, এই দিকটা অবশ্যই খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে বেশি সমস্যা হওয়ার কথা নয়। সামান্য নজর দিলেই বিষয়টা খুঁজে নিতে পারবেন।


অনেক সময়ই এই ধরনের ব্যবহারের পিছনে অন্য কোনও ইঙ্গিত থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সঙ্গীর মতিগতি বোঝার চেষ্টা করুন।


এই অবস্থায় পাশাপাশি বসে কথা বলুন। কোথায় সমস্যা, কেন সমস্যা হচ্ছে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সব কিছু খোলাখুলি আলোচনা করুন। কোনও বিষয় লুকিয়ে রাখলে আপনারই অসুবিধা বাড়বে।


অনেক সময়ই দেখা যায় যে কিছু মানুষের হৃদয় অত্যন্ত দুর্বল হয়। এই মানুষগুলি কোনও ভাবেই সমস্যাকে এড়িয়ে যেতে পারেন না। কারণ তাঁদের মধ্যে অভাব থাকে দৃঢ়তার। কিন্তু এমনটা করলে আখেরে আপনারই ক্ষতি।



Tags – Life Style Relationship

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *