Spread the love

কালীপুজোর আগে ত্বকের গ্লো ফেরাতে ব্যাবহার করুন কাঁচা হলুদ – Use Raw Turmeric To Restore Skin Glow Before Kali Puja


আমরা তো সবাই জানি ত্বকের যত্নে হলুদ খুবই কার্যকরী। এটি একটি প্রাচীন উপাদান, অনেকেই গোলাপজল ও দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান, যাতে ত্বক সুন্দর হয়।


রূপচর্চায় হলুদ ব্যবহার নতুন কিছু নয়। তবে হলুদে থাকা বিভিন্ন উপাদান সত্যি ত্বকের জন্য উপকার আনে। গায়ের রং উজ্জ্বল হওয়া, ব্রণ নাশ, র‍্যাশ, অ্যালার্জিসহ বিভিন্ন ক্ষত ও পোড়া দাগ দূর করতে সাহায্য করে কাঁচা হলুদ। কাঁচা হলুদের রয়েছে জীবাণুনাশক ক্ষমতা।।



6bd33435f2ed2b6b56dc345575080672-1665589992791 কালীপুজোর আগে ত্বকের গ্লো ফেরাতে ব্যাবহার করুন কাঁচা হলুদ - Use Raw Turmeric To Restore Skin Glow Before Kali Puja

পুজোর আগে এই উপায়ে মুখে হলুদ লাগান, গ্লো পাবেন সহজেই…


হলুদকে ‘গোল্ডেন স্পাইস অফ লাইফ’ বলা হয়। হলুদের অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বিভিন্ন ইনফেকশন দূর করে। এছাড়া এর প্রাকৃতিক উপাদান ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে।

ত্বক তৈলাক্ত হলে হলুদের সঙ্গে দুধ, বেসন, মধু অথবা লেবু মিশিয়ে ব্যবহার করুন। শুষ্ক হলে মধুর পরিবর্তে টক দই ব্যবহারে ভালো ফল পাবেন। ব্রণের সমস্যা দূর করতে কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া ও লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


ত্বকের যত্নে হলুদ


চোখের যত্নে

চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে হলুদ। এ জন্য সামান্য হলুদের সঙ্গে মাখন বা জলপাই তেল মিশিয়ে চোখের নিচে লাগাতে পারেন। ১০ মিনিট পর ধুয়ে নিন। এ সময় হলুদের প্যাক যেন চোখে না ঢুকে সেদিকে সতর্ক থাকুন।

ব্রণ কমান হলুদ দিয়ে


দু’ টেবিলচামচ পরিমাণ কাঁচা হলুদবাটা, এক টেবিলচামচ পরিমাণ বেসন অথবা চালের গুঁড়ো, দু’ টেবিলচামচ টক দই বা দুধ (তেলতেলে ত্বক হলে) অথবা অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) আর এক টেবিলচামচ মধু। সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। মুখে সমান করে মেখে 15 থেকে 20 মিনিট রাখুন।

সোনার মতো উজ্জ্বল ত্বক চাইলে ভরসা রাখতেই হবে কাঁচা হলুদে


দ্রুত ক্ষত উপশম করে: হলুদ দ্রুত ত্বকের জারণ ও মানসিক চাপের কারণে হওয়া মলিনভাব দূর করতে পারে। ক্ষতস্থানের ওপর কেবল হলুদ লাগিয়ে রাখলেও তা সারাতে সহায়তা করে।


বলিরেখা কমায়: বয়সের ছাপ কমাতে সহায়তা করে হলুদ। কারণ এতে আছে কোষকলার মাত্রা বৃদ্ধি ও আর্দ্রতা রক্ষা করার ক্ষমতা।


ত্বকের গ্লো ফেরানোর উপায়


redsandalwoodpowderfacepack-jpg3-1615621700-1615816091-1665589992931 কালীপুজোর আগে ত্বকের গ্লো ফেরাতে ব্যাবহার করুন কাঁচা হলুদ - Use Raw Turmeric To Restore Skin Glow Before Kali Puja

কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা


অতি বেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষয় থেকে রক্ষা: হলুদ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহয্য করে। কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। একারণে ত্বকে হলুদের পেস্ট ব্যবহার করা হলে ঠাণ্ডা ও আরাম অনুভূত হয়। আর রোদের কারণে হওয়া র‌্যাশ ও পোড়াভাব দূর হয়ে যায়।


ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে: ত্বক বিষাক্ত উপাদানের কারণে মলিন ও অস্বস্তিকর হয়ে পড়ে। হলুদ ত্বককে পরিষোধিত করে। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ।



beauty5-1665589992641 কালীপুজোর আগে ত্বকের গ্লো ফেরাতে ব্যাবহার করুন কাঁচা হলুদ - Use Raw Turmeric To Restore Skin Glow Before Kali Puja

ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যাবহার



ত্বকের সানবার্ন দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ টমেটোর পিউরি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন।




Tags – Skin Tips Skin Care Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *