Spread the love

কি সংকেত দেখলেই বুঝবেন মা লক্ষ্মী পা রাখছেন আপনার ঘরে – If you See Any Signal, you Will Understand That Mother Lakshmi Is Keeping Her Feet In Your Room


আমাদের জীবনে যত অর্থনৈতিক সংকট, যত অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পাবে, ততবার মা লক্ষ্মীকে আমরা পুজো করি। কারণ মা লক্ষ্মীর হলো আমাদের অর্থনৈতিক সংকটকে দূর করার প্রধান হাতিয়ার। কিছু জিনিস চারপাশে খেয়াল করে দেখুন, দেখবেন আপনার জীবনে লক্ষ্মী লাভ হবে।



এই সংকেত দেখলেই বুঝবেন মা লক্ষ্মী পা রাখছেন আপনার ঘরে


১) সকালবেলা উঠে যদি ঘোড়ার নালের ছবি দেখেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ।


২) সকালবেলা উঠে যদি বাগানে বা কাছে, প্রজাপতি দেখতে পান, তাহলে এই সংকেত আপনার জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে।

৩) পায়রা যদি আপনার ঘরের সামনে সাদা কবুতর এসে বসতে শুরু করে ঘুলঘুলিতে কিংবা কার্নিশে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে। আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে।

৪) যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে।



কিভাবে বুজবেন লক্ষী ঘরে আসছে


৫) যদি আপনার ঘরের সামনে আচমকা কোনও গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করেছে।

৬) যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন।

৭) সকালবেলা ঘুম থেকে উঠে যদি নারকেল ফাটানো দেখেন, তাহলে জানবেন আপনার জন্য মা লক্ষ্মী কোন শুভ বার্তা নিয়ে আসছে।


৮) কোন গাছকে যদি মাটি থেকে জন্মাতে দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনে মা লক্ষ্মীর একটা প্রভাব পড়তে চলেছে।


৯) ঘুম থেকে উঠেই বা কোন শুভ কাজে যাওয়ার আগেই যদি দেখেন, কোন ব্যক্তি বা মহিলা কোন খালি জায়গা জল দিয়ে ভরছে, তাহলে বুঝবেন এটি আপনার জন্য ভালো লক্ষণ।

মা লক্ষ্মীকে প্রসন্ন করার উপায়

শুক্রবার ব্রত রেখে মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পুজো করা উচিত। ঘরের মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সামনে ১১দিন পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে।

প্রতি শুক্রবার, মন্দিরে যান এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে লাল রঙের ফুল অর্পণ করুন।

প্রতিদিন সকালে স্নান করার পর তামার পাত্রে তুলসী গাছকে জল নিবেদন করুন ।শুক্রবার পুজোর পর তুলসি গাছে জল ঢালার সময় ভগবান বিষ্ণু ‘‌ওম নমোঃ ভগবতে বাসুদেবায়’‌ মন্ত্র জপ করুন।

প্রতিদিন সকালে সন্ধ্যায় স্নান ও পুজো করে বাড়ির দরজায় প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে এটা করলে ঘরে মা লক্ষ্মীর আগমন হয়।পায়েস ও মিছরি

সম্পদের দেবী লক্ষ্মীজি সাদা রঙের খাবার এবং দুধের তৈরি জিনিস পছন্দ করেন। তাই এই দিনে দুধ ও চালের তৈরি পায়েস নিবেদন করুন।


মা লক্ষ্মীর কৃপা পাবেন যেভাবে

মা লক্ষ্মীর কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নতি হওয়া সম্ভব নয়, তেমনই চাকরিক্ষেত্রেও আর্থিক উন্নতি ঘটে না।

তুলসী গাছ রাখুন বাড়িতে। জ্যোতিষ মতে, বাড়িতে তুলসী গাছ রাখলে মা প্রসন্ন হবেন। তবে, শুধু রাখলেই হল না তা নিয়ম মেনে যত্নের প্রয়োজন। গাছের কোনও পাতা শুকিয়ে গেলে তা তৎক্ষণাত কেটে ফেলুন। নিয়মিত গাছে জল দিন। প্রতিদিন সূর্য (Sun) দেবতাকে অর্ঘ্য দিন। রোজ সকালে স্নান সেরে সূর্য দেবতাকে ধূপ দেখান ও জল নিবেদন করুন। সব থেকে ভালো হয়, একটি টোটকা মেনে চললে। একটি পাত্রে জল নিন। তাতে গোলাপের পাতা ও সিঁদুর দিয়ে, তা সূর্যদেবকে অর্পন করুন। এই টোটকা বেশ উপকারী। নিয়মিন এই জল দিলে আর্থিক বৃদ্ধই ঘটবে।

নুন জলে ঘর মুছুন। জ্যোতিষ ও বাস্তু উভয় ক্ষেত্রে নুন জলে ঘর মোছার কথা উল্লেখ আছে। রোজ সকালে নুন-জল (Salt-Water) দিয়ে বাসি ঘর মুছুন। মনে করা হয়, বাড়িতে নেতিবাচক এনার্জি তৈরি হলে আর্থিক উন্নতিতে বাধা আসে। আর্থিক উন্নতি ঘটাতে প্রবেশ দ্বারে প্রদীপ (Lamp) জ্বালাতে পারেন।

IMG_20220708_233828-1657303717044 কি সংকেত দেখলেই বুঝবেন মা লক্ষ্মী পা রাখছেন আপনার ঘরে - If you See Any Signal, you Will Understand That Mother Lakshmi Is Keeping Her Feet In Your Room
Tags – Vastu Shastra Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *