Spread the love

কীভাবে করবেন গরমের আদর্শ মেকআপ – How To Do The Ideal Summer Makeup?


গরম কাল চলছে।মার্চের শেষ, যত দিন যাবে, ততই বাড়বে চড়া গরম আর অস্বস্তিকর পরিস্থিতি। গরমের এই দিনগুলোয় ঘাম আর ক্লান্তি , খুব বেশি মেকআপ করা যায় না আবার বেশি খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু কোথাও বেরোনোর আগে মেকআপ করতে হবে আর কীভাবে মেকআপ করতে হবে, সেটা শিখে নেওয়া দরকার।

প্রথমেই বলি মেকআপ করার আগে বরফের টুকরো নিয়ে মুখে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন এতে আপনার মেকআপ গলে যাবে না এবং আপনি ঘাম বেনো খুব কম।

এমনভাবে মেকআপ করুন যাতে আপনার মুখের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে ফুটে ওঠে। গরমের দিনে মুখ হতে হবে উজ্জ্বল এবং তরতাজা।


গরমে মেকআপ করুন, কিন্তু দেখে যেন বোঝা না যায়


গরমের মেকআপ এমন হতে হবে যাতে ত্বক শ্বাস নিতে পারে। মেকআপ স্থায়ী করার জন্য ত্বক ভালো করে পরিষ্কার করে টোন করুন ও ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। ত্বক আর্দ্র থাকলে মেকআপ ভালোভাবে সেট করবে।

এসপিএফ যুক্ত হালকা টিন্টেড ময়শ্চারাইজ়ার মেখে নিন। তাতে ত্বকের রং সমান দেখাবে, রোদের হাত থেকেও বাঁচবে। পাউডার-বেসড আইশ্যাডো আর হালকা প্যাস্টেল শেডের ব্লাশার পরুন।

গরমে সাধারণ মেকআপ কিভাবে করবেন


রাতের পার্টিতে যেতে চাইলে

চোখে মোটা করে আই লাইনার আর মাস্কারা পরুন। ক্যাটস আই বা উইংড লাইনার পরলেও দিব্যি মানাবে। চোখে মাস্কারা পরুন, আই ল্যাশও পরতে পারেন। ঠোঁটে পরুন উজ্জ্বল রঙের ম্যাট লিপস্টিক। ইলুমিনেটিং হাইলাইটার লাগিয়ে নিন মুখের হাই পয়েন্টগুলোয়।


এমনিতেই বেশি সাজগোজ গরমের দিনে করতে ভালো লাগে না, তার উপর মেকআপ গলে যাওয়ার ভয়ও রয়েছে৷ শিখে নিন হালকা অথচ উজ্জ্বল মেকআপের টেকনিক। আপনার সুবিধের জন্য এই মেকআপের প্রতিটি ধাপ আবারো তুলে ধরা হলো এক এক করে –


1. মুখে ফেস মিস্ট ছড়িয়ে দিন। একটা টিস্যু দিয়ে ড্যাব করে নিন।


2. মুখ আর গলায় প্রথমে প্রাইমার লাগিয়ে নিন।


3. গাল, কপাল, নাক আর চোয়ালে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

4. খুব হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগান সারা মুখে৷ ভালো করে ব্লেন্ড করতে ভুলবেন না!


5. সেট করতে লাগান ট্রান্সলুসেন্ট পাউডার।


6. হাল্কা রঙের চোখের ওপরে সামান্য আইশ্যাডো লাগিয়ে নিন।

7. চোখের নিচেও খানিকটা কনসিলার লাগিয়ে নিন ড্যাব করে, তাতে চোখটা উজ্জ্বল হয়ে উঠবে।

8. লাগিয়ে নিন লালচে গোলাপি রঙের ব্লাশ, স্বাভাবিক রক্তাভা আসবে গালে।


9. চিকবোনের উপর হাইলাইটার দিন, তাতে উজ্জ্বল, স্কাল্পটেড লুক আসবে।


1o. মাসকারা লাগান চোখের পাতায় চোখ কে সুন্দর দেখানোর জন্য।


11. ব্রাউন লিপ পেনসিল দিয়ে ঠোঁট আঁকুন।


12. সবশেষে সেটিং স্প্রে দিয়ে আপনার মেকাপ কে lock করে দিন।

**গরমের দিনে উজ্জ্বল মেকআপে আপনি একদম তৈরি!





IMG_20220707_222422-1657212883332 কীভাবে করবেন গরমের আদর্শ মেকআপ - How To Do The Ideal Summer Makeup?
Tags – Beauty Tips Summer Makeup Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *