Spread the love

কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ – Some People Are Blessed By Shiva

গ্রহের জন্যে কিছু রাশির মানুষদের মাথায় সবসময় মহাদেবের আশীর্বাদ থাকে ৷ আজকে জানাবো কোন কোন রাশির মানুষরা, সেই সৌভাগ্য নিয়ে জন্মায়।Mahadev-এর আশীর্বাদ লাভের জন্য অনেকেই তাঁর ভক্তিতে মগ্ন থাকেন। নিজের মনস্কামনা পূরণের সময় মেনে পুজো করেন মহাদেবের। উল্লেখ্য, সমস্ত দেবী-দেবতাদের মধ্যে অল্পেই প্রসন্ন হন শিব। তাঁকে তুষ্ট করার জন্য খুব বেশি সাধ্য-সাধনা করতে হয় না ভক্তদের। একটি বেলপাতা, দুতুরা ফুল, ও এক ঘট দুধ মেশানো জলেই সন্তুষ্ট শিব।


Hindu religion-এ ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন মহাদেব। শিবলিঙ্গ রূপে তাঁর পুজো করা হয়। আবার যেখানে যেখানে তিনি স্বয়ং প্রকট হয়েছিলেন, ভারতর এমন ১২টি স্থানে জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়েছে। শিবের আশীর্বাদ থাকলে ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা-বিঘ্ন দূর হয়।শিব জাতকের সমস্ত কষ্ট দূর করেন। নিজের সকল ভক্তদের দুঃখ-দুর্দশা থেকে মুক্ত করেন ভোলানাথ।


এই চার রাশির জাতকদের মাথায় আশীর্বাদের হাত রয়েছে স্বয়ং মহাদেবের


তবে এমন ৪টি রাশি আছে, যার ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। কোনটি শিবের প্রিয় রাশি, জেনে নিন এখানে–

মেষ রাশি :- এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। আর মঙ্গল গ্রহকে মহাদেবের অংশ ৷ তাই মেষ রাশির মানুষদের জীবনে মহাদেবের আশীর্বাদ সর্বদা থাকে ৷ সোমবার করে মেষ রাশির মানুষরা নিয়ম মেনে শিবের পুজো এবং শিবলিঙ্গের অভিষেক করলে শুভ ফল লাভ করেন। শিবের নিয়ম মেনে পুজো ও শিবলিঙ্গের অভিষেক করলে তাঁদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায়।




IMG_20220716_170429-1657971281059 কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ - Some People Are Blessed By Shiva

জানুন কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ



বৃশ্চিক রাশি :- এই রাশিরও অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই রাশির মানুষদের ওপরও মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে ৷মেষের মতো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও মঙ্গল। এ কারণে এই রাশির ওপরও শিব বিশেষ ভাবে প্রসন্ন। এ ছাড়াও শিবের আরাধনা করলে সমস্ত ধরনের ভয় থেকে মুক্তি পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা।



মকর রাশি :- এই রাশির অধিপতি হল শনি ৷ আর শনি মহাদেবের প্রিয় ভক্ত ৷ তাই মকর রাশি শিবের প্রিয় রাশি ৷ বেলপাতা, দুধ এবং গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে যদি মকর রাশির মানুষরা অভিষেক করেন, তবে সকল কাজে সফল হন। মনের কামনা পুরন হয়।


মকরের মতো এই রাশির অধিপতি শনি। তাই এই রাশির জাতকদের ওপর শনির আশীর্বাদের পাশাপাশি শিবেরও আশীর্বাদ থাকে। কুম্ভ রাশির জাতকরা শিবের পুজো করলে তিনি সহজে প্রসন্ন হন। যদি শিবলিঙ্গে জল অর্পণ করেন, তা হলে তাঁদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন মহাদেব।

Tags – Life Style Astrology

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *