Spread the love

কোরিয়ান স্কিন কেয়ার রুটিন – Korean Skin Care Routine



কোরিয়ানদের একটা সাধারণ ত্বকের যত্নের রুটিন রয়েছে। যা আপনার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে সাহায্য করতে পারে।


ত্বককে ভাল রাখতে ত্বক পরিষ্কার করুন: ত্বকের যত্নের জন্য প্রথম পদক্ষেপে সবসময় আপনার ত্বককে ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার পর মোছার জন্য সব সময় মসলিন কাপড় ব্যবহার করুন।


টোন: টোনিং এমন একটি পদক্ষেপ যা অনেকেই এড়িয়ে যায়। আপনি যদি কোরিয়ান স্কিনকেয়ার রুটিন অনুসরণ করতে চান, তাহলে সেক্ষেত্রে টোনিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ত্বকের মসৃণতা বজায় রাখতে আর আর্দ্রতা কমাতে এই পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। আর সেই কাজের জন্যই টোনারের দরকার হয়।


IMG_20230309_140742-1678351123283 কোরিয়ান স্কিন কেয়ার রুটিন - Korean Skin Care Routine

Korean Skin Care Routine 5 steps

কোরিয়ানদের স্কিনকেয়ার রুটিনে এই এসেন্সের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেস সিরামের মতোই এই এসেন্স আসলে একটু হালকা হয়। এটি আপনার ত্বকে হাইড্রেশন বজায় রাখে।সিরাম শুধুই আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে তা নয়, বরং আপনার স্কিনটোন ঠিক রাখে, আপনার ত্বকে বলিরেখা কম করে। সারাদিন মুখ ময়শ্চরাইজড রাখে।

Korean Day Skin Care Routine

মুখের জন্য চোখের ক্রিম: কোরিয়ায় মুখের জন্য চোখের ক্রিমের ব্যবহারের ধারণাটি বেশ সুপরিচিত। মুখের সূক্ষ্ম দাগ এবং বলি রেখা সরিয়ে দিতে সাহায্য করে।

আরও পড়ুন,
ত্বকের ম্যাসাজ
ত্বকের স্তরগুলির চারপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ও ত্বককে সুস্থ , উজ্জ্বল রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ম্যাসাজ করা. ফেসিয়ালের মাধ্যমে ত্বকের ম্যাসেজ করার প্রবণতা রয়েছে। কারণ এগুলির মাধ্যমে ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়।

ত্বকের শুষ্কভাব কাটাতে কোরিয়ান স্কিন কেয়ার রুটিন

ক্রিম বা লোশন ব্যবহার করার পর ভ্রু, নাকের চারপাশ, গলা, ঘাড়, মুখের পাশে ও চোয়ালের মাঝখানে আলতো করে টিপে ধরুন। ত্বককে টোনড করতে হালকা ম্যাসাজেই কাজ হয়। এছাড়া ভালভাবে যদি ম্যাসাজ করতে চান তাহলে সিরাম প্রয়োগ করে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন গোটা মুখে।

কোরিয়ান স্কিন কেয়ার টিপস্

IMG_20230309_140756-1678351122965 কোরিয়ান স্কিন কেয়ার রুটিন - Korean Skin Care Routine
আরও পড়ুন,

গ্লাস স্কিন পাওয়ার উপায়

হাইড্রেটিং করুন
শুষ্ক ত্বকের জন্য় নয়, বিশেষ করে শীককালে ত্বককে হাইড্রেটিং করতেও কোরিয়ান স্কিন কেয়ার কাজে লাগে। স্নানের পর ত্বক পরিস্কার করার পর কাছেই একটি ভিজে তোয়ালে রাখুন।
কোরিয়ান স্কিনকেয়ার রুটিন থেকে যা যা শেখার আছে, তার মধ্য়ে অন্যতম হল এই শিট মাস্ক। ব্যবহারও সবথেকে সহজ। মুহূর্তে আপনার ত্বক সুন্দর করতে ব্যবহার করুন শিটমাস্ক।।

কোরিয়ান বিউটি টিপস

ময়েশ্চারাইজার: কোরিয়ান স্কিন কেয়ার রুটিন অনুযায়ী শেষ ধাপ হল ময়েশ্চারাইজার লাগানো। আপনার আঙ্গুলে কিছুটা ময়েশ্চারাইজার নিন এবং আপনার মুখের চারপাশে অল্প চাপ দিয়ে লাগিয়ে নিন। আপনি চোয়ালের পেশী থেকে কপাল পর্যন্ত আপনার পুরো মুখ ম্যাসাজ করতে পারেন। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে সাহায্য করে।




Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *