Spread the love

গরমকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজার এর প্রয়োজনীয়তা – Why Moisturize in the Summer ?

IMG_20220329_131320-1648540246848 গরমকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজার এর প্রয়োজনীয়তা - Why Moisturize in the Summer ?

গরমকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজার এর প্রয়োজনীয়তা

কি প্রয়োজন আছে?? জেনে নিন।।।

অনেকেরই প্রশ্ন থাকে শীতের দিনে মসরাইজার প্রয়োজন,, কিন্তু গরমকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজার প্রয়োজন আছে?? তবে আমি বলব হ্যাঁ আছে,, কারণ ত্বকের জন্যে আর্দ্রতা প্রয়োজন হয় আর এই আদ্রতা কে ধরে রাখতে ত্বকের প্রয়োজন ময়েশ্চারাইজার।

শরীরে জলের পরিমাণ কমে গেলে ত্বক শুষ্ক হয়ে পড়ে তাই আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।

গরমে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা

গরমে ময়েশ্চারাইজার ব্যবহার:

প্রতিবার মুখ ধোয়ার পরই ময়েশ্চারাইজার লাগানো উচিত। ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে বাড়তি কোনো আর্দ্রতা তৈরি হয় না।ফেসওয়াশ ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগানো না হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এতে ত্বকের দ্রুত ট্যান ভাব চলে আসে।

ত্বক অতিরিক্ত শুষ্ক হলে দুধের সর আর মধু দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। দুধের সর ও মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

এছাড়াও ত্বকে এলোভেরা লাগাতে পারেন ।অ্যালোভেরা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

গরমকালে কোথাও বেরোনোর আগে মশ্চারাইজার লাগিয়ে 10 মিনিট পর সানস্ক্রিম লাগিয়ে বেরোবেন, আপনার ত্বক রোদের আলো থেকে রেহাই পাবে। ও ত্বক সুস্থ স্বাভাবিক থাকবে।

রোদ থেকে বাড়িতে এসে পরিষ্কার রুমালে বরফ মুড়ে মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখের প্রদাহ কমবে, রক্ত সংবহন বেড়ে মুখের উজ্জ্বলও দেখাবে।

Tags – Skin Care, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *