Spread the love

গরমকালে মেকআপ ঠিক রাখার কৌশল – Strategies To Keep Makeup Right In Summer


তৈলাক্ত ত্বক ঘামে বেশি হয় আর অতিরিক্ত তেল বের হয়ে ত্বকের বারোটা বাজিয়ে দেয়।আর সেটা অক্সিডাইজ হয়ে ত্বক কালো দেখা যায়।

মুখের বেইস শুরু করার আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিন। মুখের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এটি সাহায্য করবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তবে অয়েল ফ্রি। আর যাদের ত্বক শুষ্ক তারা সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


IMG_20220707_221543-1657212354206 গরমকালে মেকআপ ঠিক রাখার কৌশল - Strategies To Keep Makeup Right In Summer

গরমে মেকআপ ঠিক রাখার উপায়



মেকআপকে গলে যাওয়া থেকে রক্ষা করতে ও দীর্ঘস্থায়ী করতে প্রাইমার এর জুড়ি নেই। হাতে খুব অল্প পরিমাণ নিয়ে মুখে ঘষে ঘষে লাগিয়ে ফেলুন, নিখুঁত বেইস তৈরি করতে সুবিধা হবে।

গরমে ফাউন্ডেশন এড়িয়ে যাওয়াই ভালো। বিবি ক্রিম ব্যবহার করুন। যদি ব্যবহার করতেই হয় তবে অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করবেন। এটি সেট করার জন্য ব্যবহার করুন কমপ্যাক্ট বা ফেসপাউডার। কন্সিলার দিয়ে ঢেকে ফেলুন দাগ গুলো।


চোখের সাজের ক্ষেত্রে ম্যাট পাউডার বেসড আই শ্যাডো ব্যবহার করুন। দিনের বেলায় হালকা সাজের জন্য ব্যবহার করুন পেন্সিল কাজল,, মাস্কারাও হতে হবে ওয়াটার প্রুফ। আর রাতের সাজের জন্য ওয়াটার প্রুফ আই লাইনার। এতে করে ঘাম হলেও তা থেকে চোখের সাজ নষ্ট হবে না সহজে।


গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার সবচেয়ে

যেমন ভাবেই আপনি মেকআপ শুরু করুন না কেন, সেই প্রসাধনী যেন ম্যাট ফিনিশের হয়। সেটা ফাউন্ডেশন হোক বা কনসিলার।

গরমে মেকআপ ঠিক রাখার টিপস্


ফাউন্ডেশন লাগানোর আগে মুখে প্রাইমার লাগিয়ে নেবেন। বিশেষ করে গরমকালের জন্য এটা বাধ্যতামূলক। ম্যাট ফিনিশের যে-কোনও প্রাইমার যদি আপনি লাগান, তা হলে সেটা মুখে একটা সমান বেস তৈরি করবে এবং মেকআপ ঠিক জায়গায় অনেকক্ষণ ধরে রাখবে।ভারী ও ঘন ফাউন্ডেশন আপনার ত্বকের উপর একটা আলাদা চামড়ার প্রলেপ তৈরি করবে। এতে আপনার ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। হালকা ফাউন্ডেশন ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে এবং মেকআপ নষ্ট হতে দেবে না।


IMG_20220707_221531-1657212354462 গরমকালে মেকআপ ঠিক রাখার কৌশল - Strategies To Keep Makeup Right In Summer


এর আগেও বলেছি, ময়শ্চারাইজারে যেন এসপিএফ থাকে। গরমকালে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে বেশিরভাগ মেকআপ প্রোডাক্টই এসপিএফ-যুক্ত হলে ভাল হয়।


আরও কয়েকটি জরুরি টিপস


১) সঙ্গে মেকআপ সেটিং স্প্রে রাখবেন।


২) মেকআপ শুষে নেয় এরকম টিসু পেপারও রাখতে পারেন।

৩) টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নেবেন এবং ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন।


৪) অতিরিক্ত তেল দূর হবে ত্বক থেকে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময়।

৫) মেকাপ কম করুণ ঠোঁটে উজ্জ্বল রঙ লাগান।


৬) চেষ্টা করবেন চোখের মেকআপের ক্ষেত্রে waterproof প্রোডাক্ট বেছে নিতে।

৭) চোখে এই সময় পপ আপ কালার বেশ মানায়।

৮) একগাদা মাস্কারা ব্যবহার করবেন না। এতে চোখে কালচে ছোপ পড়ে আপনাকে ক্লান্ত ও বয়স্ক দেখাবে।

সকাল বেলা বেরোলে হাল্কা ক্রিমযুক্ত আইশ্যাডো লাগাবেন। ডার্ক কমপ্লেকশান যাদের তারা সোনালি, রুপালি অর্থাৎ যাদের জুয়েল কালার বলে সেগুলো বেছে নিন। যদি সামান্য স্মোকি এফেক্ট আনতে চান তাহলে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন।

চিকবোনে শুধু হাল্কা করে ব্লাশার লাগাবেন। ব্যাস আর কিচ্ছু নয়।

Tags – Beauty Tips summer makeup tutorial and tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *