Spread the love

গরমেও পা ফাটছে? ঘুমনোর আগে এই কাজ করুন – Cracked Feet In The Heat? Do This Before Sleeping


এখন আর শীতকালে নয়, সারা বছরই পা ফাটছে। এর জন্য অবশ্য আবহাওয়ার পরিবর্তন, দূষণ-সহ আরও নানা কারণ এর জন্যকে দায়ী করা হয়।। গরমে শরীরে যদি জলের ঘাটতি দেখা দেয়, তাহলে এর থেকে কারোর কারোর হাত-পা শুষ্ক হয়ে যায়। গরমে শুষ্কতার কারণে পায়ের গোড়ালি ফাটারও সমস্যা দেখা যায়। যতই ক্রিম বা লোশন লাগান না কেন, পা শুষ্ক হয়ে ফাটার সমস্যা তৈরি হয়।

আপনিও যদি ফাটা গোড়ালি মতো সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ঘরোয়া প্রতিকারগুলি থেকে সহজেই মুক্তি পেতে পারেন। ঘরোয়া এই প্রতিকারগুলি অবলম্বন করলে আপনারও পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে সহজেই।

১/ গোড়ালি থেকে ময়লা পরিষ্কার করা প্রয়োজন।

এর জন্য স্ক্রাবার দিয়ে গোড়ালি ঘষে ময়লা পরিষ্কার করে নিন। এবার হিলের উপর একটি হিল বাম ব্যবহার করুন, যা হিলকে ময়েশ্চারাইজ করে।


গরমেও পা ফাটছে? ঘুমনোর আগে এই কাজ করলেই ফল হাতে-নাতে!


২/ পেট্রোলিয়াম জেলি লাগান

১৫ মিনিটের জন্য হালকা গরম জলে পা ভিজিয়ে রাখুন, তারপরে পিউমিক স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করুন।রাতে ঘুমানোর সময় পায়ের গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগান।

এতে গোড়ালির ফাটল পূরণ হবে।



IMG_20220716_164912-1657970374755 গরমেও পা ফাটছে? ঘুমনোর আগে এই কাজ করুন - Cracked Feet In The Heat? Do This Before Sleeping

পায়ের ফাটা গোড়ালি লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে? ঘরোয়া এই টোটকাতেই হবে সমাধান


৩/ অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই উপকারী। আপনি ফাটা গোড়ালিতে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে নিন।

তারপরে অ্যালো ভেরা জেল লাগিয়ে দিন।এতে দ্রুত কাজ করতে সাহায্য করবে।




৪/ কলার মাস্ক লাগান পাকা কলাও ব্যবহার করা যেতে পারে। একটি পাকা কলা ম্যাশ করে ফাটা গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন।এই ভাবে ১৫ মিনিট রেখে দিন। শুকানোর পর হালকা গরম জল দিয়ে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।



/ ভিটামিন সমৃদ্ধ খাবার খান ,গোড়ালি ফাটা রোধ করতে জিঙ্ক, ভিটামিন E, ভিটামিন C, ওমেগা-৩ এবং ভিটামিন বি৩ সমৃদ্ধ খাবার খান। বাদাম ও বীজও ব্যবহার করতে পারেন।এটি শরীরের শুষ্কতা কমাতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে।


৬/ নারকেল তেল রাখতে পারেন,ত্বকের জন্য নারকেল তেল খুবই ভালো।ঘুমোতে যাওয়ার আগে ভালো করে গোড়ালিতে লাগিয়ে নিন। সকালে উঠে ভালো করে ধুয়ে নিন। এক সপ্তাহে পা ঠিক হয়ে যাবে।



IMG_20220716_164923-1657970374569 গরমেও পা ফাটছে? ঘুমনোর আগে এই কাজ করুন - Cracked Feet In The Heat? Do This Before Sleeping


ভিনিগারের মধ্যেও থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। অ্যাপেল সিডার ভিনিগার খুবই ভালো।

হাফ বালতি জলে দু চামচ ভিনিগার মিশিয়ে।

এরপর ওর মধ্যে পা ডুবিয়ে রাখুন। উপকার পাবেন সহজেই।



Tags – Skin Tips Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *