Spread the love

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া টিপস্ ফলো করুন|Skin Care Tips In Summer At Home


ত্বক উজ্জ্বল করার উপায় কি : এই কড়া রোদে অনেক সময়ই স্যান ট্যানের জন্য ত্বক কালো হয়ে যায়। ফলে কালো দেখায়। আর এই সান ট্যানের সমস্যা মেটাতে সাহায্য করে টমেটো। এতে লাইকোপিন রয়েছে।দাগহীন সুস্থ, সুন্দর ও পরিষ্কার ত্বক কে না চায়। এই সময়ে ত্বকের রোদে পোড়া ভাব অস্বস্তির কারণ হতে পারে। এই পরিবর্তন থেকে মুক্তি পেতে আছে কিছু ঘরোয়া সমাধান রয়েছে। ঘরে থাকা হাতের কাছের বিভিন্ন উপাদান দিয়ে সহজেই ত্বকের এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।


IMG_20230801_120145-1690871528238 গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া টিপস্ ফলো করুন - Skin Care Tips In Summer At Home

ত্বক উজ্জ্বল ও মসৃন করার উপায়

হলুদ:

রূপচর্চায় আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে হলুদ। ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে হলুদ। নিয়মিত হলুদ ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফেরে।


গ্লোয়িং স্কিন পাওয়ার উপায়


বেসন:

ত্বক পরিষ্কার করতে সাহায্য করে বেসনও। তবে যাঁদের ত্বকে শুষ্কতার সমস্যা রয়েছে তাঁরা শুধু বেসন ব্যবহার করবেন না। এতে কয়েক ফোঁটা মধু ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে লাগান। কয়েক সপ্তাহেই ফল দেখতে পাবেন।


Summer Skin Care Routine For Dry Skin


গোলাপজলের ব্যবহার

ত্বক ভালো রাখার জন্য ময়েশ্চারাইজ করা জরুরি। এই কাজে সাহায্য করে গোলাপজল। এটি আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। প্রতিদিন সকালে উঠে মুখ ধুয়ে নিন। এরপর গোলাপজল লাগিয়ে নিন। এতে ত্বক ভালো থাকবে।


ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়

টকদই:

এছাড়া ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন টকদইও। এতে ত্বক পরিষ্কার হয়। টকদইয়ের মধ্যে মধু যোগ করে মুখে লাগান। ফল পেতে বাধ্য।


IMG_20230801_120158-1690871527897 গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া টিপস্ ফলো করুন - Skin Care Tips In Summer At Home

শ্যামলা ত্বক ফর্সা করার উপায়

অ্যালোভেরা:

ত্বকের ট্যান দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা। রোদ থেকে ফিরে কিছুক্ষণ অপেক্ষা করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। চকচক কতরে ত্বক।


মসুর ডাল


মসুর ডাল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। মসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


Best Tips to get glowing skin in summer naturally


শসা

শসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে। তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে কোমল রাখবে।

Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *