Categories: Skin Care

গরমে ত্বকের যত্নে শশার ব্যবহার – Use Of Cucumber In Summer Skin Care

Spread the love

গরমে ত্বকের যত্নে শশার ব্যবহার – Use Of Cucumber In Summer Skin Care


আরামের দিন গেলো,, এবার আসলো এই গরম,, আর এখন থেকেই  শুরু হবে ত্বকে জ্বালা, র‍্যাশ এসব সমস্যা,,, আর তার মধ্যে গরমে মাস্ক পরলেও সমস্যা হয়,, আমি নিজেই বেশিক্ষন মাস্ক পরে থাকতে পারিনা,, দম বন্ধ হয়ে যায়,, হাহাহা…!! তারপর তো মুখে ঘাম, ফুসকুড়ি, লাল হয়ে জ্বালা করা, চামড়া খসখসে হওয়া এসব তো লেগেই রয়েছে। গরমে মুখে অতিরিক্ত কিছু মাখাও যায় না। ক্রিম, লোশন অনেকেই এড়িয়ে চলেন। এদিকে ত্বকের আর্দ্রভাবও বজায় রাখা দরকার। তাই জল যেমন বেশি খাবেন তেমনই ত্বকের যত্নে একবার শসা ব্যবহার করে দেখতে পারেন। শসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আছে ভিটামিন সি। এছাড়াও এর খোসাতে আছে প্রচুর ডায়টারি ফাইবার। যা ত্বককে নরম ও সতেজ রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। 


শসা দিয়ে রূপচর্চা

এবার জানুন ত্বকের যত্নে গরমে যেভাবে শসার ব্যবহার করবেন-


খাওয়ার পাশাপাশি রূপচর্চায় বেশি ব্যবহৃত ও সহজলভ্য সবজির মধ্যে অন্যতম হল শসা। ত্বকের যত্নে শসার ব্যবহার প্রাচীন যুগ থেকে। বিশেষ করে গরমের দিনগুলিতে ত্বকের নানান সমস্যা থেকে রক্ষা করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে কোমল ও সতেজ রাখতে সাহায্য করে। তব্কের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। শসার ফেসপ্যাক ত্বকের জন্য খুব উপকারী।

ত্বকে টোনার হিসেবে শসার গুরুত্ব

টোনার হিসেবে শসা ব্যবহার করতে পারেন,, একটি পাত্রে জল গরম করুন। তাতে ৭-৮ স্লাইস শসা দিন। এবার শসা ফুটিয়ে ব্লেন্ড করে নিন।। এরপর সুতির কাপড় দিয়ে  ছেঁকে নিন। একটি স্প্রে কনটেনারের মধ্যে ওই শসার জলটি রেখে দিন। যে কোনও সময় স্প্রে করে ত্বক তাজা রাখতে ব্যবহার করতে পারেন। ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে শসার টোনারটি বহুদিন ধরে সতেজ থাকে। বাইরের ধুলোবালি, দূষণ থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত মুখ পরিস্কার করতে পারেন এই দুর্ধর্ষ টোনার দিয়ে। ত্বকের পাশাপাশি চোখের আরামের জন্যও শসার স্লাইস ঠান্ডা জলে ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। চোখের নীচে ডার্ক সার্কেল, চোখের নীচ ফুলে ওটার মতো সমস্যা দূর হয় দ্রুত।আপনার ত্বককে আরো টানটান করতে ও ধুলা বালির আক্রমণ থেকে মুক্তি পেতে প্রাকৃতিক টোনার ব্যবহার করুন। মুখ ভাল ভাবে মুছে নিন এবং আপনার রেগুলার ময়েশ্চারাইজার বা সেরাম ব্যবহার করুন। এটি আপনার মুখের গর্ত গুলো কমিয়ে আনে এবং আপনাকে দেয় কোমল ও মসৃণ ত্বক।

ত্বক ভালো রাখার জন্য মুখে মাখুন শসা

ত্বকের আদ্রর্তা বজায় রাখতে

গরমের দিনগুলিতে ত্বকের মধ্যে হাইড্রেট ধরে রাখতে শসা খুব উপকারী। কিছু প্যাক না বানিয়ে শুধু শসা ব্যবহার করলে দ্রুত ত্বকে লাবণ্য ফিরে আসে। তবে ফেস প্যাক বানানোর জন্য শসাকে স্লাইস করে কেটে, ব্লেন্ড করে  তাতে এ চা চামচ মধু, ১ টেবিল স্পুন দই দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই ফেসপ্যাকটি মুখে ও গলায় ভাল করে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন। এরপর  অনেক বেশি সতেজতা ফিরে পাবেন। 


আরও পড়ুন,

গরমে ত্বক ভালো রাখুন শসা দিয়ে

উজ্জ্বল ত্বকের জন্য
শশার ৯৫% হল জল। যে কারণে শশা আমাদের শরীরে জলের চাহিদা মেটায়। এর ফলে শশা খেলে ত্বক হাইড্রেট থাকে সেই সঙ্গে নরমও থাকে। শশার বীজেও থাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম যা দাগ, ছোপ-সহ বার্ধক্যের রেখা দূর করে ত্বক উজ্জ্বল রাখে। ফলে ত্বকের বয়সও কম লাগে।

শুষ্ক ত্বকের জন্য
৫ চামচ শসার রসের সঙ্গে ১ চামচ দুধের সর মিশিয়ে গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি রুক্ষ ও শুষ্ক ত্বকের প্রাণ ফেরাবে।

শসা দিয়ে ফর্সা হওয়ার উপায়

তৈলাক্ত ত্বকের জন্য
তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা অনেক বেশি হয়। ২ চামচ শশার রসের সঙ্গে ১ চামচ বেসন ও ১ চামচ বাটার মিল্ক মেশান। ১ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তেল বেরিয়ে যায়। ব্রণ থাকলে সেটিও দূর হবে।।

বয়সের ছাপ লুকোতে
বয়সের ছাপ লুকোতে শশার জুড়ি মেলা ভার। ১ চামচ টক দই, ১/২ চামচ মধু এবং লেবুর রসের সাথে ২ চামচ গ্রেট করা শশা আর ১ টি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি গরমকালে রোজ ব্যবহার করুন। তাহলে মুখের কালো দাগ দূর হয়ে যাবে।

মুখে শসা লাগানোর নিয়ম

আরও পড়ুন,

ত্বকের যত্নে শসার উপকারিতা

শসা হল ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ । শসা আমাদের ত্বকের জন্য দারুন একটি ময়েশ্চারাইজার।
শসা এবং নারিকেল তেল এর মিশ্রণ একটি অসাধারণ ময়েশ্চারাইজিং ফেস প্যাক তৈরি করে।
শসা মেকআপ রিমুভার,টোনার, বডি লোশন হিসেবে ব্যবহার করা যায়,,,।।।



Tags – Skin Care
Bristy

Leave a Comment

Recent Posts

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

7 mins ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

21 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

23 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago