Spread the love

গরমে ত্বক উজ্জ্বল করার উপায় – Skin care Tips in summer at home


গরমে ত্বকে কতো রকমের সমস্যা যে দেখা দেয় তা বলার মতো না , জ্বালাপোড়াসহ নানা সমস্যা দেখা দেয়। এ সময় ঘরোয়া টোটকায় ফল পাবেন।গ্রীষ্মকালে, ফুসকুড়ি, রোদে পোড়া, ট্যানিং, ব্রণ ইত্যাদি থেকে আমাদের ত্বককে রক্ষা করা অপরিহার্য। গ্রীষ্ম আসার সাথে সাথে পরিবেশ হয়ে ওঠে আর্দ্র। তখন আমাদের ত্বকের সেবেসিয়াস গ্রন্থিগুলি সিবাম তৈরি করতে শুরু করে।


IMG_20230727_203725-1690470453855 গরমে ত্বক উজ্জ্বল করার উপায় - Skin care Tips in summer at home

গরমে ত্বকের যত্ন

হলুদ:

হলুদে রয়েছে ডেমেথক্সিকারকিউমিন, ডাইহাইড্রোকারকিউমিন এবং মেথোক্সিকারকিউমিন, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এক চামচ হলুদ এর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে মাখুন, দেখবেন ত্বকের দাগ ছোপ কতোটা মিশে গেছে।। এছাড়াও মুখের চুলকানি, জ্বালাপোড়া এবং ফুসকুড়িও কমিয়ে দেবে।


প্রতিদিন ত্বকের যত্ন


এছাড়া হলুদের জল ব্রণ সারাতেও কার্যকর। তাই আজ থেকেই এই জল দিয়ে ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত শুরু করুন।


গরমে মেয়েদের ত্বকের যত্ন


ত্বক নরম ও আর্দ্র রাখতে রোদ থেকে ফিরে শসা বা কেটে চোখের ওপর চেপে ধরে রাখুন কিছুক্ষণ। আরাম মিলবে। চোখের জ্বালাপোড়া কমবে।


ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়


গরমে রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায় অনেকের। এই সমস্যায় দুধ, এক চা চামচ কাঁচা হলুদ বাটা, মিশিয়ে একটু ঘন প্যাক তৈরি করুন। বাইরে থেকে ফিরে প্যাকটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।


How can I take care of my skin in summer naturally


পুদিনা পাতার রস, শসার রস মিশিয়ে তুলোয় ভিজিয়ে ১৫ মিনিট চোখের উপর রাখুন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চাইলে ওই মিশ্রণটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও ব্যবহার করা যেতে পারে।


আরোও পড়ুন,

Best Moisturizer For Dry Skin In Summer : শুষ্ক ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার



Tags – Skin Tips, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *