Spread the love

গরমে যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল – The way To Use Aloe Vera Gel In Hot Weather


গরমে হওয়া ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে কীভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন, সেটাই জানাব আজকে ।কিছু কিছু মানুষের ধারণা যে গরমে ত্বক তৈলাক্ত হয়ে যায়, তাই আলাদা করে আর ময়েশ্চারাইজার ব্যবহার করার দরকার নেই। কিন্তু এই ধারণা ভীষণ ভাবে ভুল। যাদের তৈলাক্ত ত্বক (Oily Skin), তাঁদের ক্ষেত্রে গরমে ত্বকের যত্ন নেওয়া আরও কঠিন হয়ে পড়ে। অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শুষ্ক ত্বকের যত্নে অনন্য। ময়েশ্চারাইজার হিসেবে এটি ব্যবহার করতে পারেন ত্বকে। ত্বক হবে নরম ও উজ্জ্বল।



IMG_20220709_134030-1657354252493 গরমে যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল - The way To Use Aloe Vera Gel In Hot Weather

টোনার থেকে ফেসপ্যাক, গরমে যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল


ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা

প্রতিদিন ত্বকে অ্যালোভেরা জেল মাখলে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। এছাড়াও ব্রণ, কালচে দাগ, বলিরেখা, পিগমেন্টেশনের মত সমস্যাগুলোকে দূর করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে আলাদা ভাবে উল্লেখ করার কিছু নেই।


গরমে ত্বকে তাৎক্ষণিক সতেজতা পেতে আপনি অ্যালোভেরার টোনার ব্যবহার করতে পারেন। বাজারে বেশ কয়েকটি অ্যালোভেরার টোনার পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভাল হয় যদি আপনি এই টোনার বাড়িতেই বানিয়ে নেন। তাহলে এতে কোনও রাসায়নিক পদার্থ থাকবে না। একটি স্প্রে বোতল নিন তাতে অর্ধেক অ্যালোভেরা জেল নিন আর অর্ধেক নিন জল। উপাদানটা ভাল করে মিশিয়ে নিন। তৈরি আপনার অ্যালোভেরার টোনার। এটি আপনি রোদ থেকে ফিরে এসেও মুখে স্প্রে করতে পারেন।


ত্বকের ফ্রেশনেস বজায় রাখার জন্য ফেসমাস্ক হিসাবে ব্যবহার করুন অ্যালোভেরা জেলকে। ভিটামিন ই এবং সি সমৃদ্ধ অ্যালোভেরা জেল আমাদের ত্বকে কোলাজেন গঠনকারী কোষ বাড়ায়। দুধের সঙ্গে ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। কয়েক ফোঁটা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এবার এই ফেসমাস্কটি আপনার সারা মুখে এবং ঘাড়ে লাগান এতেই ত্বক অনেক বেশি সতেজ দেখাবে।

অ্যালোভেরা জেল এর ব্যবহার

অ্যালোভেরা ও লেবুর ফেস প্যাক

রোদে পোড়া দাগ সরাতে ও স্কিনকে নরম রাখতে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি বানানো খুবই সহজ,,অ্যালোভেরা জেল ৪ চা চামচ মত লাগবে ও হাফ পাতিলেবুর রস।


একটি কাঁচের বাটিতে ৪ চা চামচ অ্যালোভেরা জেল নিন। এবার এর সাথে হাফ পাতিলেবুর রস মেশান। রেডি আপনার প্যাক। ভালো করে স্কিনে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ২০ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিট পর ঠাণ্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন।




IMG_20220709_134040-1657354252086 গরমে যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল - The way To Use Aloe Vera Gel In Hot Weather

প্রথমে একটি কাঁচের বাটিতে অ্যালোভেরা জেল নিন। ৬ চা চামচ মত নিলেই হয়ে যাবে। এবার সাথে ২ চা চামচ মত মধু মেশান।দুইটি উপকরন ভালো করে মিশিয়ে নিন। এবার গালে, গলায় ভালো করে প্যাকটি লাগান। হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করুন।



শুষ্ক ত্বকের যত্নের কসমেটিক্স এ অ্যালোভেরা থাকে কারণ এটি ত্বককে সজীব করে যা আপনিও বাসায় করতে পারেন। ছুরি দিয়ে অ্যালোভেরার ভিতরের জেল বের করে মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।


বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ, বি, সি ও এ উপাদান ত্বকের পুষ্টি যোগায়। রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মাস্ক সান বার্ন হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।



Tags – Beauty Tips Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *