Spread the love

গোলাপজল কে কাজে লাগান রূপচর্চায় – Use Rose Water For Beauty Treatment


গোলাপজল ত্বকের পক্ষে দারুণ কাজ করে। ফেসপ্যাকে যেমন গোলাপজল ব্যবহার করা হয়, তেমনি এর আরও নানা ব্যবহার আছে। প্রাচীন যুগ থেকেই ত্বক পরিচর্যার ক্ষেত্রে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক ভাবে তৈরী এই উপাদানটি আমাদের ত্বকের নানান সমস্যা দূর করতে সহায়তা করে। ত্বকের কালচে ভাব, শুষ্কতা, রোদে পোড়া দাগ, ঠোঁটে কালো দাগ এ সমস্ত কমাতে, ত্বককে এক্সফেলিয়েট করে উজ্জ্বল করতে সহায়তা করে। গোলাপজল দিনকে দিন আপনার ত্বককে সুস্থ, সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে। এছাড়াও গোলাপ জলের স্বর্গীয় সুবাস ত্বককে সুন্দর করার পাশাপাশি মনেও যেন এক আলাদা প্রভাব বিস্তার করে।



IMG_20220712_220933-1657643985257 গোলাপজল কে কাজে লাগান রূপচর্চায় - Use Rose Water For Beauty Treatment

ত্বক পরিচর্যায় গোলাপ জলের উপকারিতা



আসুন দেখে নিন কিভাবে গোলাপজল দিয়ে নিজের ত্বককে আরও সুন্দর করে তুলবেন –


টোনার হিসেবে

গোলাপজল ত্বকের পিএইচ ব্যালান্স রক্ষা করতে সাহায্য করে। তা ছাড়া গোলাপজলে অ্যাস্ট্রিনজেন্টের গুণও রয়েছে।

চোখের নিচে ফোলাভাব কমাতে

ঘুমের অভাবে, ক্লান্তিতে চোখের কোল ফোলা দেখালেও ব্যবহার করতে পারেন গোলাপজল। ফ্রিজে রাখা ঠান্ডা গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের উপর রেখে শুয়ে থাকুন।

প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসেবে

কোমলভাবে মেকআপ তুলতে গোলাপজল ব্যবহার করতে পারেন। দু’ চাচামচ গোলাপজলের সঙ্গে এক চাচামচ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে সারা মুখে লাগিয়ে তুলোয় করে মুছে নিন।



ত্বকের যত্নে গোলাপজল


ফেস মিস্ট হিসেবে

প্রবল ব্যস্ততার ফাঁকে মুখে একটু গোলাপজল স্প্রে করে নিলে নিমেষে ক্লান্তি কেটে যাবে। সারাদিন বাইরে বাইরে ঘুরতে হলেও ব্যাগে রাখুন গোলাপজলের বোতল আর তুলো।

ত্বকের আর্দ্রতা রক্ষায়

ময়শ্চারাইজ়ারে কয়েকফোঁটা গোলাপজল মিশিয়ে মুখে মাখুন। ময়শ্চারাইজ়ার ত্বকে সহজেই শুষে যাবে, ত্বক ভিতর থেকে আর্দ্র ও উজ্জ্বল হয়ে উঠবে।

ত্বকের পিএইচ ভারসাম্য

ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষায় গোলাপ জলের ভূমিকা

মুখের যত্নে গোলাপ জলের ব্যবহার অন্যতম একটি মুখ্য বিষয়। এটি ত্বককে অভ্যন্তরীণভাবে সুস্থ-সুন্দর থাকতে সহায়তা করে। মূলত আমাদের ত্বকের পিএইচ মাত্রা ৪.১ থেকে ৫.৮। সে ক্ষেত্রে গোলাপ জলের মধ্যে ৪.০ থেকে ৪.৫ পিএইচ মাত্রা রয়েছে।

বার্ধক্যজনিত ছাপ দূর করতে

বার্ধক্যজনিত ছাপ দূর করতে গোলাপ জলের ব্যবহার

হঠাৎ কোনও রোগ ভোগের পড়ে কিংবা অত্যধিক মেকআপ ব্যবহারের ফলে অকালেই ত্বক ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ত্বকের বয়স আটকানোর জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গোলাপজল।এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গুলি এবং ভিটামিন সি ত্বকের বয়স কম করতে সহায়তা করে।



IMG_20220712_220924-1657643985502 গোলাপজল কে কাজে লাগান রূপচর্চায় - Use Rose Water For Beauty Treatment



রোদে পোড়া ভাব দূর করতে

রোদে পোড়া ভাব দূর করতে গোলাপ জলের ব্যবহার

গ্রীষ্মকালীন দেশে থাকার কারণে রোদে পোড়া দাগ বা ট্যানের সমস্যা আমাদের সকলেরই রয়েছে। সেটি কে দুর করতে গোলাপ জল ব্যাবহার করুণ।



সংবেদনশীল ত্বকের যত্নে

সংবেদনশীল ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা

কারো ত্বক শুষ্ক হয়, কারো ত্বক তৈলাক্ত হয়। গোলাপজল প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি টোনার, ক্লিনজার হিসাবে সংবেদনশীল ত্বকে অনায়াসে ব্যবহার করা যায়। কেননা এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান গুলি ত্বকের সমস্যা ভেতর থেকে দূর করে ত্বককে সুস্থ এবং উজ্জ্বল করে তোলে।



ত্বককে তরতাজা করতে

ত্বককে তরতাজা করতে গোলাপ জলের ব্যবহার

আমাদের যেমন একটা বড় কাজের চাপ এর পর একটা রিফ্রেশমেন্ট দরকার হয়, তেমনি দীর্ঘদিন ধরে মেকআপ, ত্বকে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার এসবের পর ত্বকেরও কিছুটা রিফ্রেশমেন্ট প্রয়োজন হয়।



Tags – Beauty Tips Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *