Spread the love

গ্লো বাড়াতে মেকআপের আগে ত্বকে কি লাগাবেন দেখুন – See What To Apply To Skin Before Makeup To Enhance The Glow


নিয়মিত মেকআপ করার করা কারণে ত্বকের অনেকটাই ক্ষতি হয়। কারণ বিভিন্ন প্রসাধনীতে থাকে কেমিক্যাল। এর প্রভাবে ত্বক হয়ে পড়ে কালচে কিংবা খসখসে।


IMG_20220806_214321-1659802411165 গ্লো বাড়াতে মেকআপের আগে ত্বকে কি লাগাবেন দেখুন - See What To Apply To Skin Before Makeup To Enhance The Glow

গ্লো বাড়াতে মেকআপের আগে ত্বকে লাগান এই ফেসপ্যাক



এই ফেস প্যাকগুলো মুখের খসখসে ভাব আর চামড়া ওঠা দূর করবে আবার মেকআপটাও ত্বকে খুব সুন্দরভাবে সেট করতে সাহায্য করবে। চলুন তবে জেনে নেওয়া যাক কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে-


১. ফলের ফেস প্যাক ত্বকের জন্য অনেক উপকারী। এটি তৈরি করতে প্রধমে কমলার খোসা বেটে বা কড়া রোদে শুকিয়ে গুঁড়া করে নিন।

২. এর সঙ্গে কমলার খোসা, কয়েক ফোঁটা গ্লিসারিন, সামান্য মধু, টকদই ও অর্ধেকটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মুখে এই মিশ্রণ ব্যবহার করে আধা ঘণ্টা অপেক্ষা করে হালকা জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩. ফলের পাশাপাশি সবজির ফেস প্যাকও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি তৈরি করতে টমেটো ও শসা ব্লেন্ড করে ছেঁকে রস আলাদা করে নিন।


৪.এই রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্টের মতো মিশ্রণ তৈরি করে মধু, কয়েক ফোঁটা অলিভ অয়েল ও সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করুন।


৫. ডিম ও দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন বিশেষ এক ফেসপ্যাক। এজন্য প্রথমে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। এর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন।


মেকআপ শুরুর আগে করুন এই ধাপে ত্বকের যত্ন,

বরফ ঘষুন

মুখ ধোওয়ার সময় মুখের রোমছিদ্রগুলো প্রসারিত হয়ে যায়, টোনারের কাজ তা সঙ্কুচিত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা। টোনার হিসেবে বরফ ব্যবহার করুন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। ও চোখের ক্লান্তভাবও কাটিয়ে তোলে।


হাইড্রেটিং ক্রিম মাখুন

মেকআপ করার আগে মুখে ভালোভাবে ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম তো মাখতেই হবে। এমন ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন যাতে ভিটামিন সি রয়েছে। মেকআপ শুরু করার আগে সারা মুখে আর গলায় খুব ভালো করে ক্রিম মেখে নিন যাতে ত্বক আর্দ্র থাকে।

টোনার বা সিরাম: এক্সফোলিয়েট করার পর, টোনার বা সিরাম ব্যবহার করতেই হবে। ত্বকের প্রয়োগের পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। টোনার ত্বককে তৈলাক্ত হওয়া থেকে মুক্তি দেয়।


প্রাইমার

মুখে সরাসরি ফাউন্ডেশন লাগালে খানিক বাদে মুখ থেকে তেল বেরিয়ে ফাউন্ডেশনের প্রলেপ নষ্ট করে দিতে পারে। তাই শুরুতেই প্রাইমার লাগিয়ে নিন, যাতে মুখের বাড়তি তেলটুকু শুষে গিয়ে মেকআপ পরিচ্ছন্ন আর টিপটপ দেখায়।


সঙ্গে রাখুন লিপ বাম

মুখের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই মুখে যেমন ময়শ্চারাইজ়ার মাখছেন তেমনি ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম বুলিয়ে নিন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, মিনিট পাঁচেক সময় দিন।




Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *