Spread the love

ঘন ভুরু পেতে ৫ টি টিপস ফলো করুন – Follow 5 tips To Get Thick Eyebrows


এক কথায় বলতে গেলে মেয়ে দের মুখের সৌন্দর্য নির্ভর করে তার মোটা ঘন ভুরুর দিকে। নিখুঁত মেকআপ, পারফেক্ট স্টাইল করা চুল, মানানসই অ্যাকসেসরিজের দিকে নজর দিতে গিয়ে অনেক সময়ই আমরা ভুরুর দিকে বিশেষ খেয়াল করি না। নিয়মিত থ্রেডিং করিয়েই ভুরুর প্রতি আমাদের যাবতীয় দায়িত্ব শেষ করে দিই। কিন্তু সুগঠিত ঘন কালো ভুরু আমাদের মুখে যে ব্যক্তিত্ব এনে দেয়।


IMG_20220712_223755-1657645701262 ঘন ভুরু পেতে ৫ টি টিপস ফলো করুন - Follow 5 tips To Get Thick Eyebrows

সুন্দর ও ঘন ভ্রূ-পল্লব পেতে চান? ব্যবহার করুন ঘরোয়া প্রতিকার



সমস্যা হল, সবাই তো আর ঘন ভুরু নিয়ে জন্মায় না, অনেকেরই ভুরুর গঠন সরু হয়, কারও ভুরুতে তেমন রোমের আধিক্য থাকে না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘন ভুরু কিভাবে পাবেন জানতে হলে পড়তে থাকুন।


নারকেল তেল

মাথায় নিয়মিত নারকেল তেল দিয়ে মাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়ে চুল মজবুত আর সুন্দর হয়, সে কথা আমরা জানি, একই নিয়ম ভুরুর ক্ষেত্রেও প্রযোজ্য। রাতে ঘুমোনোর আগে সামান্য নারকেল তেল ভুরুর উপরে মাসাজ করুন ৫-১০ মিনিট। সারা রাত রেখে সকালে উঠে ধুয়ে ফেলুন। ভুরু ধীরে ধীরে ঘন হতে শুরু করবে।



ঘন ভুরু পেতে কিছু ঘরোয়া টোটকা

ক্যাস্টর অয়েল

প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডান্ট আর ভিটামিনের গুণে ভরপুর ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি সঞ্চার করে। ভুরুর উপরে ঘন ক্যাস্টর অয়েল লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।


অ্যালো ভেরা

অ্যালো ভেরা পাতার ঘন জেল ভুরুর রোম দ্রুত বৃদ্ধি করে। একটা পাতা মাঝামাঝি কেটে ভিতরে শাঁসের মতো জেলটা বের করে নিন। ভুরুতে মাসাজ করে করে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।



IMG_20220712_223809-1657645701064 ঘন ভুরু পেতে ৫ টি টিপস ফলো করুন - Follow 5 tips To Get Thick Eyebrows





পেট্রোলিয়াম জেলি

প্রতি ঘরে ঘরে এ জিনিস থাকে, শুকনো, পরিষ্কার ভুরুর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন, সকালে উঠে ধুয়ে ফেলুন।


মেথি

চুলের স্বাস্থ্য আর সৌন্দর্য রক্ষায় মেথি বহুল ব্যবহৃত। মেথির বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন বেটে মিহি পেস্ট করে সেটা ভুরুর উপরে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।


উপরে টিপস্ গুলো নিয়ম করে কয়েক সপ্তাহ মেনে চললে ফল পাবেনই! সঙ্গে পুষ্টিকর খাবার খান। প্রচুর পরিমাণে জল খান।



Tags – Beauty Tips Thick Eyebrows Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *