Spread the love

ঘরোয়া ফেস মাস্ক – Homemade Face Mask

সারাদিনের এতো কাজের চাপে মুখের ঔজ্জ্বল্য হারিয়ে যায় ধীরে ধীরে,, তাতে কোনও সন্দেহ নেই। সেক্ষেত্রে উজ্জলময় ত্বক পেতে বাড়িতেই যদি এমন কয়েকটি ফেসমাস্ক বানানো যায়, যা চটজলদি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। তাহলে তো দারুন হয় বলুন….. আপনিও কী সেই দলের মানুষের মধ্যে পরেন যাদের তৈলাক্ত ত্বক? যদি হ্যাঁ তবে ত্বকের সমস্যায় আপনাকে নিশ্চয়ই নাজেহাল হতে হয়। এই সমস্যা দূর করার কয়েকটা সহজ ও প্রাকৃতিক উপায়ও আছে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিভিন্ন ফেসিয়াল মাস্ক ব্যবহার করে ত্বকের তেলচিটে ভাব কমিয়ে দিবে,,কিছু ঘরোয়া ফেস মাস্ক এর সাহায্যে আপনি পেয়ে যাবেন উজ্জ্বল, তেলমুক্ত ত্বক ।এখানে রইল তারই কিছু হদিশ…….!!


IMG_20230310_121258-1678430609184 ঘরোয়া ফেস মাস্ক - Homemade Face Mask

সারাদিনের ক্লান্তি কাটাবে ঘরোয়া এই ফেসমাস্ক

১/ মুলতানি মাটির ফেস মাস্ক
ঘরে বানানো মুলতানি মাটির ফেস প্যাক মুখ থেকে তেলময়লা শুষে নিতে দারুণ ভালো কাজ করে। মুলতানি মাটির মধ্যে তেল শুষে নেওয়ার গুণ রয়েছে মুখ পরিষ্কার তো হয়ই, সঙ্গে মুখে রক্ত সংবহনও উন্নত হয়, ফলে খুব কম সময়েই ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ঝলমলে।


দু’ টেবিলচামচ মুলতানি মাটি নিয়ে জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।এবার ওই মিশ্রণে এক টেবিলচামচ গোলাপজল আর কয়েক ফোঁটা লেবুর রস দিন। মিশ্রণটা এখনও খুব ঘন মনে হলে আরও খানিকটা জল দিন। মিশ্রণটা মুখে লাগান। শুকিয়ে শক্ত হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া ফেস মাস্ক

২/ফলের ফেস মাস্ক
ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট রয়েছে তাই ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তেমনি ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস বা শাঁস মুখে লাগানোও ত্বকের পক্ষে ভালো। টোম্যাটো, মুসুম্বি, পেঁপের মতো ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট রয়েছে যা ত্বকের তেলতেলেভাব কমায়, রোমছিদ্র সংকুচিত ও টানটান রাখে আর ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।


১ কাপ পেঁপে বাটিতে ভালো করে চটকে নিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট রাখুন। মুখ ধুয়ে ফেলুন। সেরা ফল পেতে সপ্তাহে ২ দিন ব্যাবহার করতে হবে।

IMG_20230310_121313-1678430608585 ঘরোয়া ফেস মাস্ক - Homemade Face Mask

জেনে নিন ঘরোয়া ফেস মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি

৩/ লেবু এবং দই ফেস মাস্কঃ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বক তেল ভাব কমাতে সাহাজ্য করে। দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে যা প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। এই ফেস প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণ দূর করে ত্বককে সুন্দর করে।। দুটো পেস্ট করে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।।।

৪/ কমলা লেবুর খোসার মাস্ক: কমলা লেবুর খোসা আমাদের ত্বকে উজ্জ্বল করে। এর জন্য আপনাকে কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করতে হবে। এরপর ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে মুখে লাগাতে হবে,,ত্বকের ছিদ্র বন্ধ করার পাশাপাশি এটি আমাদের ত্বকের অতিরিক্ত তেল দূর করে।

ত্বকের যত্নে ঘরোয়া ফেস মাস্ক

৫/ দই-বেসন দিয়ে তৈরি ফেসমাস্ক– দু’চামচ দইয়ে এক চামচ বেসন, এক চিমটে হলুদ ও এক চামচ টমেটোর রস দিয়ে ১৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে যে কোনও ক্রিম লাগিয়ে হালকা মেকআপ করলেই কেল্লাফতে।

IMG_20230310_121242-1678430609676 ঘরোয়া ফেস মাস্ক - Homemade Face Mask
আরও পড়ুন,

তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া ফেস মাস্ক

৬/ চালের গুঁড়োর ফেসমাস্ক- টোনিং সরিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায় চালের গুঁড়ো। চালের গুঁড়োয় এক চামচ কাঁচা দুধ ও অ্যালোভেরা জেল দিয়ে মেখে প্রথমে মুখে স্ক্রাব করে নিতে হবে। এরপর মিশ্রণটিকে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে।

৭/ টমেটোর রস ও চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেসমাস্ক- টমেটোর রসও টোনিং দূর করে। দু’চামচ টমেটোর রসের মধ্যে এক চামচ চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। তাতে আধ চামচ এলোভেরা জেল মেশালে সুফল পাওয়া যায়।



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *