Spread the love

চকচকে মুখ পেতে অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে ত্বকে লাগান – Mix This with Aloe Vera Gel And Apply On The Skin To Get A Glowing Face


ত্বকের যত্ন নেওয়ার জন্য আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেলের গুণে ত্বক খুব পরিষ্কার ও ভালো থাকে। ব্রণর সমস্যা থেকে শুরু করে আরও অনেক সমস্যাই সারিয়ে তোলে। কীভাবে বাড়িতে বানাবেন অ্য়ালোভেরা জেল, কীভাবে ব্যবহার করবেন ত্বকে। জেনে নিন এক নজরে,,উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে আমরা অনেক কিছুই বেবহার করে থাকি,, এই স্বপ্ন সত্যি করার জন্য বেশি পরিশ্রম করার কিন্তু দরকার নেই। যদি আপনার কাছে (elovera) অ্যালোভেরা থাকে।আপনি হয়তো ভাবছেন কোন উপাদানের সাহায্যে এত সহজে সুন্দর এবং কোমল ত্বক পাওয়া সম্ভব! ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে।

IMG_20220718_204808-1658157501862 চকচকে মুখ পেতে অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে ত্বকে লাগান - Mix This with Aloe Vera Gel And Apply On The Skin To Get A Glowing Face

সোনার মতো চকচক করবে মুখ! অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে ত্বকে লাগালেই হবে


**ত্বকের বলিরেখা মলিন করবে এই এলোভেরা, ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারণ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। ত্বক পর্যাপ্ত পুষ্টি পেলে ভালো থাকে।



**এখন প্রতিদিন যে পরিমানে রোদ থাকে, তাতে ত্বকে সানবার্ন হয়ে যায় । আপনার ত্বকে যদি সানবার্ন হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।যা আপনার ত্বকের জন্য খুবই ভালো।


**অ্যালোভেরা জেল ত্বকের জেল্লা ফেরানোর সাথে সাথে, বরং আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও ঠিক করে দিতে পারে। কারণ, এতে হিলিং উপাদান আছে, যা ত্বকের প্রদাহ কমায়।


**অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে। টক্সিনমুক্ত রাখে। ব্রণর সমস্যা কম করে।


রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার


**ময়শ্চারাইজার ক্রিম আপনার ত্বকে অবশ্যই ব্যবহার করা উচিত। কিন্তু আপনার ত্বক ভালো রাখার জন্য় আপনি ময়শ্চারাইজার ক্রিমের পরিবর্তে অ্য়ালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।


**অ্যালোভেরায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান থাকে। তাই ত্বক ভাল রাখে। গরমে অ্য়ালোভেরা জেল তো বেশ উপযোগী।


**অ্যালোভেরার পাতা থেকে চামচ দিয়ে জেল বের করে নিন। সেটি ভালো করে ব্লেন্ড করতে হবে। এর মধ্য়ে মিশিয়ে দিন ভিটামিন ই ক্যাপসুল। সামান্য পরিমাণে গোলাপ জল মেশাতে পারেন।ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তার মধ্যে থেকে তরল এই জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটিই ত্বকে প্রয়োগ করুন।


**অ্যালোভেরার মধ্যে থাকা উপাদান খুব সহজেই ত্বকের ইনফেকশন দূর করে। এর পাশাপাশি ব্রণ হওয়ার প্রবনতাও অনেক কমিয়ে দেয়।


**ত্বকের ফ্রেশনেস বজায় রাখার জন্য ফেসমাস্ক হিসাবে ব্যবহার করুন অ্যালোভেরা জেলকে। ভিটামিন ই এবং সি সমৃদ্ধ অ্যালোভেরা জেল আমাদের ত্বকে কোলাজেন গঠনকারী কোষ বাড়ায়।


**অ্যালোভেরার টোনার ব্যবহার করতে পারেন। বাজারে বেশ কয়েকটি অ্যালোভেরার টোনার পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভাল হয় যদি আপনি এই টোনার বাড়িতেই বানিয়ে নেন।



Tags – Beauty Tips Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *