Spread the love

চকোলেট দিয়ে ফেস মাস্ক – Face Mask With Chocolate

IMG_20220713_211411-1657727065267 চকোলেট দিয়ে ফেস মাস্ক - Face Mask With Chocolate

চকোলেট এর ফেস মাস্ক


চকোলেট আমরা সবাই খেতে পছন্দ করি। কিন্তু চকোলেট আপনার ত্বক সুস্থ রাখতেও বিশেষ কার্যকরী? এটা জানেন কি! উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে হলে শুধু শীতেই নয়, সারাবছরই আপনার সঙ্গী করে নিন হট চকোলেটকে, তফাতটা নিজেই দেখতে পাবেন!


চকোলেটের নাম শুনলেই যেমন জিভে আসে জল, তেমনি রূপচর্চার ক্ষেত্রেও চকোলেট খুবই উপকারী। এর মধ্যে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল রয়েছে, যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। যা ত্বকের কোমলভাব বজায় রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, চকোলেটে থাকা বিভিন্ন উপাদান সহজেই ত্বককে উজ্জ্বল করে তোলে। বলিরেখা থেকেও মুক্তি দেয় আপনাকে। তাই খাওয়ার পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও আজকাল চকোলেটের ব্যবহার বেড়েছে।


ফেস মাস্ক ব্যবহার করুন চকোলেট দিয়ে


দূরে রাখুন রুক্ষতা
ফ্রি রাডিকালকে ত্বকের ধারেপাশেও ঘেঁষতে দেয় না চকোলেট, দাগছোপ কমায় এবং ত্বক আর্দ্র রাখতেও সাহায্য করে। শীতের রুক্ষতাতেও ত্বক কোমল আর মসৃণ রাখতে তাই যত খুশি চকোলেট খান।

বলিরেখাকে
আমাদের ত্বকে অকালে বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ স্ট্রেস। আর সেই স্ট্রেস হরমোন দূরে রাখতে সাহায্য করে কোকো। এই কারণেই ডিপ্রেশন বা স্ট্রেস থাকলে চকোলেট খান নিয়মিত চকোলেট আপনার ত্বকে কোলাজেনের জোগান অটুট রাখে, ত্বক হয়ে ওঠে টানটান, সতেজ, বলিরেখাহীন।

সপ্তাহে একদিন চকোলেট মাস্ক
১ টি চকোলেট জলে দিয়ে হালকা গরম করুন। খানিকক্ষণের মধ্যেই চকোলেট পুরোটা তরল হয়ে যাবে। ঠান্ডা করে তাতে এক টেবিলচামচ অলিভ অয়েল মেশান। ইচ্ছে করলে একটা ডিমের কুসুমও দিতে পারেন। তারপর কুসুমগরম জলে ধুয়ে ফেলুন। ত্বক হেসে উঠবে!

চকোলেট অ্যান্ড ওটমিল ফেসস্ক্রাব
শীতে মুখে মৃত কোষ বেশি জমা হয়, ত্বক বিবর্ণ, নিষ্প্রভ দেখায়৷ তাই নিয়মিত স্ক্রাব করা খুব দরকার৷ এ কাজেও আপনার সঙ্গী হোক চকোলেট৷ আধকাপ কোকো পাউডার, তিন টেবলচামচ ওটমিল, এক চাচামচ ক্রিম আর এক চাচামচ মধু একসঙ্গে মিশিয়ে সারা মুখে আর গলায় লাগিয়ে নিন। সারাদিনের ক্লান্তি কাটিয়ে মুখ উজ্জ্বল করে তুলতে এই স্ক্রাবটি আদর্শ!

ডার্ক চকোলেট ও মধুর ফেস মাস্ক
এক্ষেত্রে ডার্ক চকোলেটের সঙ্গে মধু মেশালে আরও বেশি উপকার মেলে। আসলে মধু রাখতে পারে ত্বকের খেয়াল। এই কারণে ত্বকের জেল্লা অনেকটাই বাড়ে।
প্রথমে তরল ডার্ক চকোলেট নিন ১ কাপ।এরসঙ্গে মিশিয়ে নিন ১ চামচ মধু।এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর মুখ ও ঘাড়ে ভালো করে মেখে নিন এই মিশ্রণ।

ডার্ক চকোলেট ও দইয়ের ফেস মাস্ক
দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ,এই অ্যাসিড ত্বকের যত্নে দারুণ কার্যকরী।

প্রথমে এককাপ ডার্ক চকোলেট নিন।এর সঙ্গে মিশিয়ে নিন অর্ধেক চামচ দই। এরসঙ্গে মিশিয়ে নিতে পারেন ১ চামচ ময়দা। ভালো করে মিশিয়ে মুখে মেখে ফেলুন।
শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন গরম জলে। দেখবেন ত্বকের জেল্লা ফিরেছে কয়েকগুণ।

কোকো-সমৃদ্ধ ফেসপ্যাকের সাহায্যে সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় বলিরেখা নিরাময় করা যায়। এরই পাশাপাশি এটি ত্বকের মধ্যে ব্যাকটেরিয়াকে নষ্ট করে কালো ছোপ সরাতেও সাহায্য করে। এভাবেই আপনার হারিইয়ে যাওয়া জেল্লা আবার ফিরে আসে।

তবে, চকোলেট ফেসপ্যাক ব্যবহারের সময় মনে রাখবেন সেই চকোলেট যেন বেশিদিন ফ্রিজে না রাখা থাকে। ফ্রিজে রাখা চকোলেটের ওপর একটা সাদা আস্তরণ পড়ে যায়। ওটা আসলে চকোলেটের ফ্যাট। আপনি যদি সেই চকোলেট দিয়ে ফেস প্যাক তৈরি করেন তাহলে আপনার চামড়ার ওপর ফ্যাটের একটা সরাসরি যোগাযোগ হবে। যার ফলে ত্বকের রন্ধ্রগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।


Tags – Beauty Tips Skin Care Skin Tips Chocolate Face Mask

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *