Spread the love

চারকোল মাস্ক ব্যবহারের নিয়ম : Rules For Using Charcoal Masks

IMG_20230429_233041-1682791253428 চারকোল মাস্ক ব্যবহারের নিয়ম - Rules For Using Charcoal Masks

Black Masks ব্যবহারের নিয়ম

গরমকালে ত্বকের যত্ন আমাদেরকে খুব ভেবে চিন্তে করতে হয়,, কারণ গরমে ঘাম, ধুলোবালি, তার উপর দূষণের কারণে ত্বক নিস্তেজ হয়ে পড়ে সহজেই,, ফলে গ্রীষ্মেকালে মুখে র‍্যাশ, ব্রণ সবচেয়ে বেশি দেখা দেয়। তাই এইসময় মাস্ক বেশি করে ব্যাবহার করা উচিত। আপনি চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন। কারণ চারকোল ব্যবহার করলে মুখ থেকে ধুলো, ব্যাকটেরিয়া দূর হয়। চারকোল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের ওপর দারুণ সহায়ক। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, চারকোল সব ধরনের ত্বকের ক্ষেত্রে উপযোগী।

ফেস মাস্ক এর উপকারিতা

তার আগে জেনে নিন চারকোল মাস্ক কি ?
চারকোল মাস্ক, চারকোল পীল অফ মাস্ক নামেও পরিচিত। এই কালো রঙের কোরিয়ান মাস্কটি বেশ জনপ্রিয় ,,ত্বকের ভেতর থেকে পরিস্কার করার পাশাপাশি ত্বক উজ্জ্বলও করে। ত্বকে লাগানোর পর চারকোল মাস্ক ২০ মিনিটের মধ্যে শুকিয়ে যায়, ত্বক পরিস্কার করে এবং এর ইলাস্ট্রিসিটি বাড়ায়, ত্বকের লালচে ভাব কমায়।

IMG_20230429_233032-1682791253757 চারকোল মাস্ক ব্যবহারের নিয়ম - Rules For Using Charcoal Masks

চারকোল ফেস মাস্ক এর দাম

চারকোল মাস্ক খুব সহজেই ব্যবহারযোগ্য। সপ্তাহে ১ বার ব্যবহার করবেন, ব্যবহারে পর থেকে ধীরে ধীরে আপনিও অনুভব করবেন আপনার মুখের ব্ল্যাক হেডস গুলো কমে যাচ্ছে।ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণ করে চারকোল।ত্বক থেকে দূষিত পদার্থ, তেল ও মরা কোষকে অপসারণ করতে সহায়ক চারকোল ফেস মাস্ক।

আরও পড়ুন,

চারকোল মাস্ক পরার পর কী করণীয়

ত্বককে এক্সফোলিয়েট করার জন্য স্ক্রাবার হিসাবেও ব্যবহার করতে পারেন চারকোলকে। বয়সের সাথে সাথে ত্বকের তারুণ্য ভাব হ্রাস পেতে শুরু করে। এক্ষেত্রে ত্বকে তারুণ্য ধরে রাখতে আপনি চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন। এছাড়াও ত্বকের ডেড সেল নষ্ট করতে বা ঝরিয়ে ফেলতে সাহায্য করে চারকোল মাস্ক। চারকোল মাস্ক দিয়ে মুখ পরিষ্কারের পর ভালভাবে ত্বকে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন।


Tags – Face Mask, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *