Categories: Blog

চুল পড়ছে? ঘোরোয়া উপায়ে তেল নিজেই তৈরী করে চুলে লাগান – Hair Loss? Make The Oil Yourself In A Circular Motion And Apply It On The Hair

Spread the love

চুল পড়ছে? ঘোরোয়া উপায়ে তেল নিজেই তৈরী করে চুলে লাগান – Hair Loss? Make The Oil Yourself In A Circular Motion And Apply It On The Hair


চুলের বিশেষ চাহিদা অনুযায়ী বানিয়ে নিন আপনার একান্ত নিজস্ব স্পেশাল তেল



ঘরে ঘরে রোজ একগাদা চুল পড়াটা বেশ স্বাভাবিক ব্যাপার, কিন্তু অনবরত চুল পড়তে আরম্ভ করলেই কে-ই বা মাথা ঠান্ডা রাখতে পারবে না।চুল পড়ার নিশ্চিতভাবেই কোনও না কোনও কারণ থাকে, আপনাকে সেটিই খুঁজে বের করতে হবে কেবল। অনেকের জিনগত কারণেই মাথার চুল পাতলা হয়। কেউ কেউ আবার অতিরিক্ত কেমিক্যাল স্টাইলিংয়ের ফলে চুল হারাতে আরম্ভ করেন। চুলে নিয়মিত তেল মাখলে তা যেমন চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে, তেমনি চুল আর্দ্র সতেজ রেখে ধরে রাখে স্বাভাবিক চকচকেভাব। কিন্তু প্রতিটি মানুষ যেমন আলাদা, তেমনি তাঁদের চুলের সমস্যা ও চাহিদাও ভিন্ন ভিন্ন। কারও হয়তো খুসকির সমস্যা, আবার কারও চুল আর্দ্রতার অভাবে শুষ্ক, আবার যাঁদের চুল স্বাভাবিকভাবেই তেলতেলে, সামান্য ভারী তেলেও তাঁদের চুল প্রচণ্ড নেতিয়ে পড়ে। ফলে তাঁদের দরকার হালকা তেল!


মুশকিল হল, বাজার এর তেল এতো ভেজাল থাকে তাই অনেক সময়ই চুলের বিশেষ চাহিদাগুলো অবহেলিত হয়। সুষম খাওয়াদাওয়া করলে বা নিয়মিত ব্যায়াম করে শরীরকে সুস্থ রাখলেও চুলের স্বাস্থ্য ভালো থাকবে। তবে চুল পড়া ঠেকাতে চাইলে আরও কয়েকটি নিয়ম মেনে চলা একান্ত প্রয়োজনীয়।


1. কখনওই ভেজা চুলে শুয়ে পড়বেন না। ভেজা চুল এমনিতেই দুর্বল হয়। তার উপর বালিশে ঘষা লাগলে তা ভালো করে শুকোবে না।

চুল পড়ছে? বাজারচলতি প্রডাক্টে আস্থা না রেখে তৈরি করুন নিজের তেল



2. অতিরিক্ত রং করা, হিট স্টাইলিং করার অভ্যেস আছে বারবার তা করলে চুল হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু চুলের ক্ষতি হয়।



3. নিয়মিত চুলে তেল মাখুন। তাতে মাথায় রক্ত সঞ্চালন হবে, চুল থাকবে নরম ও কোমল। তবে তেলটি যেন কোল্ড প্রেসড ও খাঁটি হয় তা খেয়াল রাখবেন।



4. অতিরিক্ত সুগন্ধিযুক্ত কোনও প্রডাক্টের ব্যবহার এড়িয়ে চলুন, তাতে রাসায়নিকের পরিমাণও বেশি থাকে।


5. ভেজা চুল আঁচড়াবেন না।

এছাড়াও,,,



বাড়িতেই তৈরি করে নিন আপনার পছন্দের কেশ তেল:


১/ আমলা তেল: দু’টি পাকা আমলকী, এক কাপ একস্ট্রা ভার্জিন নারকেল তেল, আধ চাচামচ মেথিদানা প্রয়োজন এই তেল তৈরি করতে। আমলকী ছোট ছোট টুকরোয় কেটে নিয়ে একটু থেঁতো করে নিন। তার পর সব উপকরণ একসঙ্গে একটি পাত্রে নিয়ে আঁচে বসান। ঠাণ্ডা হলে তার পর বোতলে ভরে রেখে দিন অন্ধকার জায়গায়। সপ্তাহে দু’বার মাথার তালুতে ঘষে ঘষে লাগান প্রথমে। তার পর গোটা চুলে লাগিয়ে নেবেন। ঘণ্টাখানেক পর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল পড়া কমে যাবে।




২/ অ্যালো ভেরা তেল: এক কাপ নারকেল তেল, আধ কাপ ভরা তাজা অ্যালো ভেরা জেল ফেটিয়ে নারকেল তেলের সঙ্গে মেশান। তার পর দুটো একসঙ্গে গরম করে নিন মিনিট পাঁচ-সাত। ধোঁয়া উঠতে আরম্ভ করলে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দু’বার ব্যবহার করা যায়।



৩/ জবাফুল আর মেথির তেল: কয়েকটি জবার ফুল আর পাতা বেশ করে থেঁতো করে নিন। তার পর এক কাপ এক্সট্রা ভার্জিন নারকেল তেলে এই মিশ্রণ আর মেথির দানা ফেলে গরম করুন একেবারে কম আঁচে। তার পর মিশ্রণটা ছেঁকে নিন। ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন। জবাফুলের অ্যামিনো অ্যাসিড আর ভিটামিন সি আপনার চুলের গোড়াগুলিকে উজ্জ্বীবিত করে তুলবে ও নতুন চুল গজাবে।



৪/ মেথি আর ভৃঙ্গরাজ তেল: এক কাপ এক্সট্রা ভার্জিন নারকেল তেল, এক কাপ কুচনো ভৃঙ্গরাজ পাতা, এক চাচামচ মেথি একসঙ্গে মিশিয়ে গরম করে নিন সাত-আট মিনিটের জন্য। তার পর ছেঁকে গাঢ় রঙের বোতলে ভরে অন্ধকার জায়গায় রেখে দিন।



৫/ কারি পাতা দিয়ে তৈরি তেল: একটি প্যানে কিছু নারকেল তেল নিন এবং এতে এক মুঠো তাজা কারি পাতা যোগ করুন। কম আঁচে রাখুন। এরপর গ্যাস বন্ধ করে দিন। নামিয়ে ঠান্ডা হতে দিন। একটি ছাঁকনি দিয়ে তেল থেকে পাতা আলাদা করে একটি পরিষ্কার কাঁচের বোতলে তেল ভরে নিন। এই ঘরে তৈরি হেয়ার গ্রোথ অয়েল দিয়ে আপনার চুল এবং মাথার ত্বকে ম্যাসাজ করুন।



৬/ পেঁয়াজ দিয়ে তৈরি চুলের তেল : পেঁয়াজকে বেটে তার থেকে রসটা আলাদা করে নিন। এবার অর্ধেক কাপ নারকেল তেলে দুই টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি কম আঁচে ৫ মিনিট গরম করুন। গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। একটি পরিষ্কার কাঁচের বোতলে এই ঘরে তৈরি তেল রাখুন কিছু সময়ের জন্য এই ঘরে তৈরি চুলের বৃদ্ধির তেল দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন।



৭/ মাথার চুলকানির জন্য তুলসি: তুলসির নির্যাসযুক্ত তেল বানাতে প্রথমেই একগোছা তুলসিপাতা পরিষ্কার করে ধুয়ে অল্প জলে বেটে নিন। এরপর আঁচে গরম করে তাতে তুলসিপাতা বাটাটা দিয়ে দিন। ইচ্ছে করলে এর সঙ্গে এক চাচামচ মেথিও দিতে পারেন। তেলটা মিনিট দশেক কম আঁচে গরম করুন, তারপর নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দিন, প্রয়োজনমতো ব্যবহার করুন।



Tags – Hair Tips Hair Care
Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

20 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

22 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago