Spread the love

চোখের আইশেড করার আগে এই টিপস্ গুলো মাথায় রাখুন – Keep These Tips In Mind Before Eye Shadow

মেকআপ শুরুর আগে সব সময় ত্বকের যত্ন নেওয়া দরকার। প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করা অবশ্যই প্রয়োজন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। চোখের পাতাতেও ভাল করে প্রাইমার লাগান। প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে।


IMG_20220620_192929-1655734018161 চোখের আইশেড করার আগে এই টিপস্ গুলো মাথায় রাখুন - Keep These Tips In Mind Before Eye Shadow

চোখের মেকআপ করার আগে কিছু জরুরি পরামর্শ

ফাউন্ডেশন লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। এমন ভাবে ব্রেন্ড করবেন যেনো ফাউন্ডেশন ও কনসিলার ভাল করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। চোখের পাতায় লুস পাউডার লাগাবেন না, কারণ আই মেকআপ করা হবে। এরপর আইব্রো পেনসিল ব্যবহার করে ভুরু সেট করে নিন।


মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি মেকআপ ঠিক ভাবে ব্লেন্ড না হয় তাহলে মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে। কিংবা গরমে ফাউন্ডেশন বলে যেতে শুরু করবে,,মেকআপ ত্বকের কোনও কোণে জমে যেতে পারে কিংবা রেখা তৈরি করতে পারে।



আইশ্যাডো পরতে ভালোবাসেন? নিখুঁত ফিনিশের জন্য মাথায় রাখুন এই টিপস


এবার শুরু করুন আই মেকআপ। প্রথমেই গোলাপি শেডের আইশ্যাডো চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে উপর দিকে টেনে দিন। গোলাপি রঙের আইশ্যাডো দিয়ে বেস তৈরি করে নিন। এরপর বাকি রঙ দিয়ে চোখ আঁকতে সুবিধে হবে।


ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে পিঙ্ক আইশ্যাডোর ঠিক পরেই গোল্ডেন শ্যাডো লাগান। হাল্কা কোনো আইশ্যাডো দিয়ে শার্প উইঙ্গ তৈরি করে নিন। আউটার কর্নার থেকে শুরু করে ভিতরের দিকে ব্রাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। সব কটা রঙ যাতে একে অপরের সঙ্গে ভাল করে ব্লেন্ড করুন।


এবার স্মল পয়েন্টেড আইশ্যাডো ব্রাশের সাহায্যে লোয়ার ল্যাশ লাইনে ও হাইলাইটার থেকে চোখের কোনে লাগিয়েদিন ব্রাশের সাহায্যে। এবার ডিপ আইলাইনার ব্যবহার করে লুক কমপ্লিট করুন। ওয়াটারপ্রুফ লাইনার ব্যবহার করুন। হোয়াইট আইলাইনার দিয়ে হাইলাইট করতে পারেন চোখের নীচের অংশে বা কাজল ও ব্যাবহার করতে পারেন। মাস্কারা পরে নিন। ব্যস তৈরি আপনার লুক। শেষে পছন্দের লিপস্টিক পরতে ভুলবেন না যেন।



Tags – Beauty Tips Eye Makeup Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *